২০২১ সালে অবসরপ্রাপ্ত সচিব মহিবুল হকের গ্রেফতারকে কেন্দ্র করে রাজনীতিতে নীরব ‘উত্তেজনা’ বিরাজ করছে। ইতোমধ্যে এই ‘উত্তেজনায়’ বিএনপির সঙ্গে জড়িয়ে পড়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী কয়েকদিনের মধ্যে সরকারের কাছে এই প্রসঙ্গে সরাসরি বার্তা দেওয়ার আলোচনা চলছে।
সোমবার (২৫ নভেম্বর) বিএনপি ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রধান আলোচ্য বিষয়েও সচিব মহিবুল হকের গ্রেফতার অন্তর্ভুক্ত ছিল। যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গত ২০ নভেম্বর মহাখালী থেকে গ্রেফতার দেখানো হয় মহিবুল হককে। ২০২৩ সালের ২৮ অক্টোবর যুবদল নেতা শামীম মোল্লার মৃত্যু হয়। আর গ্রেফতারকৃত সাবেক সচিব মহিবুল হক অবসরে যান ২০২১ সালে। তিনি ঢাকা ও যশোরসহ বিভিন্ন জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সদ্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য হিসেবেও গ্রেফতারকৃত সাবেক সচিব মহিবুল হকের নাম প্রস্তাব করেছিল গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি আরও একাধিক বাম-ধারার রাজনৈতিক দলগুলোও তার নাম প্রস্তাব করেছে।
মঞ্চের এক নেতার ভাষ্যমতে, পুরো পরিচিত মহলে মহিবুল হককে নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে। কর্মজীবনে তিনি সততার সঙ্গে কাজ করেছেন। যদিও বর্তমানে গ্রেফতারের পেছনে একাধিক সাবেক সচিবের নাম এসেছে, যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আর এ কারণেই বিষয়টি দ্রুত সমাধানের জন্য মঞ্চের পক্ষ থেকে বিএনপিকে জোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন শীর্ষনেতার সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা আলোচনা করেছেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক সংকট, নিত্যকার প্রতিবাদ, সরকারের আচরণ ও ভবিষ্যত করণীয় নিয়েও আলোচনা করেন তারা।
সোমবার মধ্যরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু অংশ নিয়েছিলেন।
গ্রেফতারকৃত সাবেক সচিব মহিবুল হক গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হকের ভাই।
সোমবার রাতে এ বিষয়ে জানতে চাইলে সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঞ্চের বৈঠকে সামগ্রিক পরিস্থিতি, সাবেক সচিব মহিবুল হকের গ্রেফতারিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।’
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য এ প্রতিবেদককে বলেন, ‘আমরা মহিবুল হকের বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠকসূত্র জানায়, বৈঠকে বিএনপির মহাসচিবসহ অন্য নেতারা মহিবুল হকের গ্রেফতারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে এ ঘটনায় প্রকাশ্যে কোনও অবস্থান না নেওয়ার কথাও জানিয়েছে দলটি।
মহিবুল হকের ঘটনায় আগামী দুয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করতে পারে গণতন্ত্র মঞ্চ।
এদিকে, সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। শায়রুল কবির খান গণমাধ্যমে জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে সরকারের সংস্কার কমিশনগুলোকে দেওয়ার জন্য যত প্রস্তাব তৈরি করা হয়েছে, সেগুলো পাস করানো হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাব জমা দেবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।