X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির বিষয়ে সম্মত সিদ্ধান্তের আশা মেননের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জুন ২০২৪, ১৮:৫২আপডেট : ২২ জুন ২০২৪, ১৮:৫২

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি আশা প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে এবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় তিস্তা পানি বণ্টন চুক্তির ব্যাপারে একটা সম্মত সিদ্ধান্ত হবে। বিষয়টি আর আশ্বাসের পর্যায়ে থাকবে না।

শনিবার (২২ জুন) ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা কমিটির সভায় আলোচনাকালে মেনন বলেন, প্রায় দেড় দশক হতে চলেছে তিস্তা চুক্তি সম্পাদনের বিষয়টি অধরাই রয়ে গেছে। ইতোমধ্যে পশ্চিম বঙ্গের গজালডোবার প্রকল্প এলাকায় আরও কয়েকটি খাল খনন করে পানি প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অবস্থায় যত দিন যাবে ততই চুক্তিটির সম্পাদন কার্যত অবাস্তব হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না বলে তিস্তা চুক্তি সম্পাদন করা যাচ্ছে না। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোনও কোনও নেতার এ ধরনের সাফাই বাংলাদেশের অবস্থানকেই দুর্বল করে। ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন যদি রাজ্য সরকারের আপত্তির পরও বাস্তবায়ন হতে পারে তাহলে তাদের আপত্তির কারণে তিস্তা চুক্তি করা যাবে না কেন?

মেনন বলেন, প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনার কথা বললেও বাজেটে তার জন্য কোনও বরাদ্দ রাখা হয় নাই। এ কারণে তিস্তা পাড়ের মানুষ বিক্ষুদ্ধ। তারা মনে করছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তারা ভূ-রাজনীতির দ্বৈরথের শিকার হতে চলেছেন। এ কারণে মেনন বাংলাদেশের নিজ উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দাবি জানান। এর অর্থায়ানে তিস্তা পাড়ের মানুষ এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে।

মেনন আরও বলেন, আন্তর্জাতিক গঙ্গার পানি চুক্তির মেয়াদও ২০২৬-এ শেষ হতে চলেছে। চুক্তিতে সংকোশ নদী থেকে খাল খনন করে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধির যে কথা বলা হয়েছিল তা আজও বাস্তবায়ন হয় নাই। পক্ষান্তরে ফারাক্কার উত্তরে আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানা গেছে। তিনি আশা করেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এ বিষয়টিও স্থান পাবে এবং ইতিবাচক সিদ্ধান্ত হবে।

সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধ, খেলাপি ঋণ আদায়, ব্যাংক লুট ও নৈরাজ্য বন্ধের পাঁচ দফা দাবিতে আগামী ২৫ জুন কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে সমাবেশ ও বিক্ষোভ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুর জেলা কমিটির সভাপতি নাসরিন সুলতানা খুশীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, গাজীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেন, জেলার নেতা নাজমুল হাসান, হায়দার আলী, সামসুল হক, আনসার আলী প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
মমতা ব্যানার্জি কি গঙ্গা চুক্তি নবায়নেও বাধা হয়ে উঠতে পারেন?
ডিসেম্বরে সম্মেলনবহুপাক্ষিক ছাড়া একপেশে করিডোর ভারসাম্যহীন: ওয়ার্কার্স পার্টি
মমতার অভিযোগ নিয়ে দিল্লির প্রতিক্রিয়াবাংলাদেশের সঙ্গে পানি বণ্টনের আলোচনায় পশ্চিমবঙ্গকে উপেক্ষা করা হয়নি
সর্বশেষ খবর
‘সরকারের পতন ঘটাতে  আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে’
‘সরকারের পতন ঘটাতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে’
অফশোর ব্যাংকিংয়ে সৌদি বিনিয়োগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
অফশোর ব্যাংকিংয়ে সৌদি বিনিয়োগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
কিশোরগঞ্জে সোহেল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে সোহেল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে