X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ২১:৩০আপডেট : ০১ মে ২০২৪, ২১:৩০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেছেন, ‘বিবিএসের হিসাব অনুযায়ী, বাংলাদেশের প্রায় সাড়ে সাত কোটি মানুষ শ্রমজীবী। আর এই শ্রমজীবী মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হবে। ভারতের সমর্থনে যে জগদ্দল পাথর আমাদের দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে, সেই জগদ্দল পাথর নামাতে হবে।’

বুধবার (১ মে) মহান মে দিবস পালন উপলক্ষে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পৃথিবীর বহু শক্তি বাংলা দখল করে আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা করেছে কিন্তু দিনশেষে আমরা লড়াই করে স্বাধীন হয়েছি। গত ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনেও যেভাবে আমাদের জনগণের অধিকার দখল করা হয়েছে, সেই দখলও আমরা আন্দোলন করে মুক্ত করবো ইনশা আল্লাহ।’

আলোচনা সভায় বক্তারা গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘১৮৮৬ সালের ১ মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন। সেই থেকে ১ মে শ্রমিকদের সম্মানে এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, আজও শ্রমিকরা তাদের আধিকার ফিরে পাননি।’

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সহকারী সদস্য সচিব, বিশিষ্ট শ্রমিকনেত্রী বেবি পাঠান প্রমুখ।

সোলায়মান চৌধুরী বলেন, দেশের অধিকাংশ মানুষই শ্রমিক। কারণ সবাই কাজ করে উপার্জন করেন। কিছু মানুষ আছে যাদের কাজ করে উপার্জন করতে হয় না, তারা জনগণের টাকা লুটপাট করে আরাম-আয়েশে জীবন যাপন করছে। আজকের এই শ্রমিক দিবসে সেসব লুটেরার প্রতি আমরা ঘৃণা জানাই। এই লুটেরারা শুধু সম্পদ আর টাকাপয়সা লুট করেই ক্ষান্ত হয়নি তারা এখন জনগণের ভোট আর ভাতের অধিকারও কেড়ে নিয়েছে। আমরা এই লুটেরা সরকারের পতন না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবো ইনশা আল্লাহ।’

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘১৩৮ বছর আগে আজকের এই দিনে শিকাগো শহরের শ্রমিকরা জীবন দিয়ে বিশ্বের সব শ্রমিকের জন্য তাদের শ্রমঘণ্টার অধিকার নিশ্চিত করতে পেরেছিলেন, কিন্তু আজ এমন এক স্বৈরাচার আমাদের ওপর চেপে বসেছে যে অকাতরে রাজপথে জীবন দিয়েও আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব যদি কোনও কারণে ব্যর্থ হয়, তাহলে বঞ্চিত মেহনতি-শ্রমিক জনতাই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে ইনশা আল্লাহ।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা: ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন
ইউআইইউ’র সমাধান কোন পথে?
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
সর্বশেষ খবর
প্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানপ্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন