বিএনপির নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির জনসমাবেশকে নস্যাৎ করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে কোনও ষড়যন্ত্র কৌশলেই কাজ হবে না।’
তিনি বলেন, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবারের (১৮ অক্টোবর) জনসমাবেশ সফল হবে। এ সময় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।