X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

‘রাস্তায় রাস্তায় বিএনপির বর্বরতার ছবি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৭:১৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:৩১

রাজধানীর বেশকিছু রাস্তায় রবিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দেখা যাচ্ছে বড় বড় বিলবোর্ড। যেখানে বিএনপি-জামায়াতের ২০০১ থেকে ২০০৬ শাসনামলের নানা সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে। এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ মনে হবে সেই সহিংসতা এখনই ঘটছে কোথাও। কে বা কারা স্থাপন করেছে সে বিষয়ে কোনও ডিসক্লেমার বিলবোর্ডে না থাকলেও রাস্তার আম জনতা বলছেন, এই ভয়াবহ চিত্র তাদের মনে দুই ধরনের প্রভাব ফেলছে। একদিকে সেই পুরনো ভীতির দিনগুলো মনে পড়ছে, আরেকদিকে মনে দাগ কাটলে রাতে ঘুম না হওয়ার শঙ্কা আছে।

রাজধানীর আগারগাও, শাহবাগ, মৎস ভবন, হাইকোর্ট মোড়, গুলিস্তানসহ বেশকিছু জায়গায় ক্ষতবিক্ষত শরীরের পোস্টার। অ্যাক্টিভিস্টরা বলছেন, চলার পথে মানুষ দেখছে কী ভয়াবহতার ভেতর দিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। একজন পূর্ণিমা, একজন গোপাল কৃষ্ণ মুহুরির কাছে জাতির মাথা নত করার দরকার আছে।

শাহবাগে দাঁড়িয়ে এক রিকশাচালক অনেকক্ষণ ধরে দেখছিলেন বিলবোর্ড। কী দেখেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের ম্যাপের মধ্যে অনেকগুলা লাশের ছবি। এগুলা কবে ঘটসে? ছবিটাই দেখছিলাম। তিনি পায়ের একটা অংশ দেখিয়ে বলেন, এর আগের নির্বাচনের আগ দিয়া (২০১৪) বাসের আগুনে পড়ে আমার পা পুড়ে যায়। আমরা গরীব মানুষ অতকিছু বুঝি না। খালি দোয়া করি আর কারোর যেন এসব না হয়। পোড়ার ক্ষত খুব কষ্ট।’

আগারগাঁও চার রাস্তার সামনে রাখা আছে এই বিলবোর্ড। সেখানে দেখা যায় একজন ট্রাফিক সার্জনসহ কয়েকজন দাঁড়িয়ে দেখছেন। তাদের একজন তাবারুক হোসেন। তিনি বলেন, ‘সামনে নির্বাচন। এসব নানা কিছু রাজনৈতিক দলগুলো পাবলিককে মনে করিয়ে দিতে চাইবে। এটার দরকারও আছে। কিন্তু অনেক ভীতিকর হয়ে গেছে। অনেকে ভয় পেতে পারে।’

পোস্টারের শিরোনাম ‘দেশ যখন দানবের খপ্পরে’

ভয় পাওয়াই জরুরি উল্লেখ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ‘২০০১ এর নির্বাচন পরবর্তী যে সহিংসতা এবং তারপর আবার ২০১৪ তে যে আগুন সন্ত্রাস এগুলো কি মানুষ ভুলে যেতে পারে? তারপরও তাদের সামনে বিকল্প হিসেবে বিএনপি কীভাবে আসতে পারে আমার মনে প্রশ্ন জাগে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যা করতে পারে সেসব বারবার মনে করিয়ে দেওয়া জরুরি বলেই আমার মনে হয়।’

দেশজুড়ে ২০০১ থেকে ২০০৬ সালে জামায়াত-বিএনপির যে পৈশাচিকতা তার সাক্ষ্য বহন করছে কিছু বিলবোর্ড। ২০ বছর আগের সহিংসতা যেন তাজা হয়ে ওঠেছে স্মৃতিতে। কেবল আওয়ামী লীগ সমর্থন করার কারণে নির্যাতনের শিকার হয়েছেন হাজারও মানুষ, চলেছে অবাধে সংখ্যালঘু নির্যাতন, ধর্ষণ। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন না হয় সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে প্রায়শ দেশবাসীকে সতর্ক করে থাকেন।

গত ১২ আগস্ট দেশবাসীকে ‘বিএনপি-জামায়াত থেকে সাবধান’ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপি থেকে দেশবাসী সাবধান। জামায়াত বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী, লুটপাটকারী, একাত্তরের অপরাধী... যাদের আমরা শাস্তি দিয়েছি; তাদের থেকেও দেশবাসী যেন সাবধান থাকে।’

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
রবিবার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবো: ফারুক
আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস: সালাহ উদ্দিন
সর্বশেষ খবর
নাগরিক ও ডিজিটাল পরিসর সুরক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান 
নাগরিক ও ডিজিটাল পরিসর সুরক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান 
বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা: পরিবেশ উপদেষ্টা
বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড গঠনে সহযোগিতা করবে সুইডেনের সিডা: পরিবেশ উপদেষ্টা
ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, আলোচনার স্বার্থে ঠেকান ট্রাম্প
ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, আলোচনার স্বার্থে ঠেকান ট্রাম্প
যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল, গ্রেফতার ৫
যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম