X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২
এখনও সেই অডিও ক্লিপের তদন্ত করছে র‌্যাব

মাহি এমপি প্রার্থী হওয়ায় ‘মাথাব্যথা নেই’ ডা. মুরাদের

আতাউর রহমান জুয়েল 
৩০ ডিসেম্বর ২০২২, ২০:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ২১:৩৫

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে এমপি হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশের খ্যাতনামা এই নায়িকার জীবনের নতুন পর্বে প্রবেশের প্রতিক্রিয়ায় ‘কোনও মাথাব্যথা নেই’ বলে জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 

গত বছরের শেষ দিকে চিত্রনায়িকা মাহিকে নিয়ে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছিলেন মুরাদ হাসান। তিনি এখন নিজের নির্বাচনি এলাকা জামালপুরে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহিয়া মাহি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনি এলাকার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। জাতীয়ভাবে মাহির এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা তৈরি হলেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা চান আসন্ন ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই মনোনয়ন দেওয়া হোক।

শুক্রবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ডা. মুরাদ হাসান এমপি বলেন, ‘চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে এতে আমার কোনও মাথাব্যথা নেই কিংবা এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। এটি সম্পূর্ণ দলীয় বিষয়।’

ডা. মুরাদ হাসান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা; তারা যা ভালো মনে করবেন তা-ই সিদ্ধান্ত নেবেন। দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের, তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবে, কে মনোনয়ন পাবে।’

মাহির মনোনয়ন ফরম তোলার খবরে নতুন করে আলোচনায় এসেছে মুরাদ হাসানের সেই অডিওর বিষয়টিও। যিনি সেই অডিওতে ‘প্রকাশ অযোগ্য’ মন্তব্য করেছিলেন। সেই ঘটনার জের ধরে ডিবি পুলিশ ডেকেছিল চিত্রনায়ক ইমনকে। তিনি সেখানে জানিয়েছিলেন, মুরাদ হাসান ও মাহির টেলিফোন আলাপের ঘটনাটি ঘটে ২০২০ সালের মার্চ মাসে। তার ফোনেই মাহির সঙ্গে কথা বলেছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ওই ভাইরাল অডিও ক্লিপটি নিয়ে তদন্তে নেমেছিল বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

সেই অডিও ক্লিপের তদন্ত এখনও চলছে: র‌্যাব

শুক্রবার সংস্থাটির একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তাদের সেই তদন্ত এখনও চলছে। এ প্রসঙ্গে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক কিছু হয়েছে। এছাড়া সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। সরকার পদক্ষেপ নেওয়ার পর তদন্তের আর অগ্রগতি আমার হাতে আসেনি। কারও ভয়েস রেকর্ড মেলানো সহজে হয় না, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। এটার তদন্ত এখনও অব্যাহত আছে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে ডা. মুরাদ হাসান বলেন, ‘আমার সঙ্গে কী হয়েছিল, তা সারা দেশের মানুষ ভালো জানে। এ বিষয়ে নতুন করে কিছু বলতে চাই না।’

তার মন্তব্য, ‘রাজনীতি করলে মানুষের শত্রুতা তো থাকবেই। কে কীভাবে ষড়যন্ত্র করেছে, এটা তো বলতে পারবো না। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
 

কেএস/এসটিএস/এএম/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধসহ ৪ দাবিতে শহীদি সমাবেশ
যৌথ অভিযানে কুলাউড়ার সাবেক চেয়ারম্যান গ্রেফতার
অপারেশন ডেভিল হান্ট: রূপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ