X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ক্ষমতার নেশায় রাজনীতি করার পথ পরিহারের আহ্বান জাকের পার্টির চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ০৫:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০৫:২৬

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী

ক্ষমতার নেশায় রাজনীতি করার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। তিনি বলেছেন, ‘আপনারা যারা ক্ষমতার নেশায় রাজনীতি করেন, আপনাদের প্রতি আহ্বান—আপনারা দয়া করে এ ধরনের রাজনীতি পরিহার করুন। প্রতিভাবান নতুন প্রজন্ম আসছে। তাদের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তনের সূচনা করতে হবে। ক্ষমতায় কারা থাকলে ভালো হবে, জাকের পার্টি তা যথাযথভাবে জানে। মুসলমান হয়ে মুসলমানের ওপর বোমা হামলা ইসলামের আদর্শ নয়। ইসলাম এসেছে উদারতার মধ্যদিয়ে। সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়, তাহলে সেই ঐক্য অনেক বড় অর্জন এনে দিতে পারে। ধনি মুসলিম দেশগুলো যদি গরিব মুসলিম দেশগুলোকে অর্থনৈতিক সহযোগিতা দেয়, তাহলে আর কিছু লাগে না।’

রবিবার (১০ নভেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা হয়।

মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, ‘অর্থ ও ষড়যন্ত্র দিয়ে ধর্ম প্রচার করা যায় না; জনগণের হৃদয় পাওয়া যায় না। ওলি-আউলিয়ারা ধর্ম প্রচারে টাকার বস্তা নিয়ে আসেননি। তারা খোদার শক্তি দ্বারা সত্য প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন।’

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার প্রয়াসে বৃহত্তর জনগোষ্ঠি মুসলমানদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। অন্য ধর্মের সবাইকেও মর্যাদা সহকারে ঐক্যের মঞ্চে রাখতে হবে। আমরা এদেশের সবার ধর্মীয় অধিকারে বিশ্বাস করি। তবে আমাদের স্বকীয়তা ও স্বাতন্ত্র্য রক্ষায় কারও সঙ্গে আপস করি না। আমরা বাংলাদেশের মুসলমানদের যেমন ঐক্যবদ্ধ রাখবো, তেমনি অন্য ধর্মাবলম্বীদের ভালবাসার চাদরে বুকে রাখবো। মদিনা সনদ সবাইকে খেয়াল রাখতে হবে।’

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ‘যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য জাকের পার্টি প্রতিষ্ঠা হয় নাই। আমরা কাগুজে বাঘ নই। উপমহাদেশে অস্থিরতার পদধ্বনি দেখা যায়। বাংলাদেশের নিয়েও ষড়যন্ত্রের ঘনঘটা টের পাওয়া যায়। এমতাবস্থায় যদি প্রয়োজন হয়, জাকের পার্টির নেতাকর্মীরা দেশরক্ষায় অবশ্যই ঝাঁপিয়ে পড়বে।’

সভাপতির বক্তব্যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, ‘বাংলাদেশে রাজনীতি আছে, কিন্তু নীতি নেই। অর্থনীতি আছে, কিন্তু নীতি নেই। যদি উভয় ক্ষেত্রে নীতি আনতে হয়, তাহলে জাকের পার্টির প্রয়োজন হবে। আমাদের সবকিছুই স্বচ্ছ।’

 

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এমন ফাইজলামি বাদ দেন: দুদু
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এমন ফাইজলামি বাদ দেন: দুদু
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদসহ ২ জন রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদসহ ২ জন রিমান্ডে
জেলেনস্কির অভিযোগ খারিজ করলো চীন
জেলেনস্কির অভিযোগ খারিজ করলো চীন
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ