X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

২০ দলীয় জোটভুক্ত জমিয়তের তিন নেতা এখন পাকিস্তানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৫:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৫:২৯

পাকিস্তানে বাংলাদেশ জমিয়তের তিন নেতা জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (ফজলুর রহমান গ্রুপ) উদ্যোগে শতবার্ষিকী সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গেছেন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের তিন কেন্দ্রীয় নেতা। তারা হলেন, জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,  সহকারী মহাসচিব মাওলানা মাসউদুল করিম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, পাকিস্তান জমিয়তের শতবার্ষিকী উপলক্ষেই তারা পাকিস্তান গেছেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন আজ শুক্রবার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে ৩৭ দেশের নেতারা উপস্থিত হবেন। পাকিস্তান জমিয়তের সম্মেলনের মঞ্চ

জমিয়তের সূত্র জানায়, গত ২ এপ্রিল বাংলাদেশের তিন নেতা পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ১০ বা ১১ এপ্রিলের দিকে দেশে ফিরবেন তারা।

জমিয়ত সূত্র জানায়, পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলাম দুই গ্রুপে বিভক্ত। মাওলানা সামীউল হকের নেতৃত্বে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম (এস) ও মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)। উভয় গ্রুপই পাকিস্তানের বর্তমান মুসলিম লীগের নওয়াজ শরিফ সরকারের শরিক। বাংলাদেশে জমিয়তের সভাপতি হিসেবে মাওলনা আব্দুল মুমিন ও নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ। মহাসচিব হিসেবে আছেন হেফাজতের ঢাকা মহানগর আমির মাওলানা নূর হোসাইন কাসেমী। পাকিস্তানের পেশোয়ারে অনুষ্ঠিত জমিয়তের সম্মেলনের ছবি

যদিও মাওলানা আবদুর রবি ইউসুফী তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘৫ এপ্রিল দুপুর ১টায় ইসলামাবাদ আন্তর্জাতিক এয়ার পোর্টে পৌঁছালে আমাদেরকে স্বাগত জানান দায়িত্ব প্রাপ্ত জনাব এজাজ আহমদ৷ কিছুদূর অগ্রসর হলে হাইওয়ে হোটেলে অপেক্ষমান দরখাস্তী (রহ্) এর সাহেবজাদা জামীলুর রহমান দরখাস্তী, আজমল খান লাহুরী (রহ) এর ছাহেবজাদা আমজাদ খান লাহুরীসহ প্রায় বিশজন নেতাকর্মী৷ এর পর গাড়ি বহর রওয়ানা দেয় পেশাওয়ারের উদ্দেশে। সেখানে মেহমানখানায় পূর্ব থেকেই অপেক্ষায় ছিলেন সিনংটর মাওলানা আতাউর রহমান৷ আমরা বর্তমানে মেহমান খানায় অবস্থান করছি।’

/এসটিএস/এসটি/এফএস/

আরও পড়ুন- 

প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানালেন মোদি


প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আদালতে আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
‘আদালতে আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্ট গণহত‍্যাশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি