X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ইসলামে যেসব পারফিউম ব্যবহার করা জায়েজ

বেলায়েত হুসাইন
০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২১

পারফিউম বা সুগন্ধি পরিচ্ছন্ন মানুষের অন্যতম পছন্দ। আমাদের মহানবী (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন। বুখারি শরিফের একটি হাদিসে এসেছে, রাসুল (সা.) কে কেউ সুগন্ধি উপহার দিলে তিনি তা গ্রহণ করতেন এবং ফিরিয়ে দিতেন না। একই সঙ্গে কেউ সুগন্ধি দিলে তা ফিরিয়ে দিতেও তিনি নিষেধ করেছেন। (বুখারি, হাদিস : ৫৫৮৫)

তবে বর্তমানে বাজারে যেসব পারফিউম পাওয়া যায়, সেগুলোতে অ্যালকোহল মিশ্রিত থাকে বলে শোনা যায়। আর আঙুর ও খেজুরের তৈরি অ্যালকোহলের ব্যবহার ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে বিশ্বখ্যাত ইসলামি স্কলার মুফতি তাকী উসমানীসহ বেশ কয়েকজন আলেমের স্বতন্ত্র গবেষণাতে দেখা গেছে, ‘বর্তমানে বেশিরভাগ অ্যালকোহল আঙুর ও খেজুর থেকে তৈরি হয় না।’ এ জন্য বাজারের পারফিউম ব্যবহার নিষিদ্ধ এটা সরাসরি বলা যায় না।

পাকিস্তানের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার একটি ফতোয়ায় বলা হয়েছে, সাধারণত মার্কেটে যে পারফিউমগুলো পাওয়া যায়, সেগুলোতে যে অ্যালকোহল ব্যবহৃত হয়, তা আঙুর, খেজুর ইত্যাদি থেকে তৈরি করা নয়; বরং অন্যকিছু দিয়ে বানানো। আর যতক্ষণ পর্যন্ত কোনও পারফিউম সম্পর্কে এ কথা সুদৃঢ়ভাবে না জানা যাবে যে, সেটা নিষিদ্ধ বস্তু থেকে তৈরি অ্যালকোহল মিশ্রিত, ততক্ষণ পর্যন্ত সেটাকে হারাম বলার সুযোগ নেই।

ওই ফতোয়ায় বলা হয়েছে, এ জন্য আঙুর ও খেজুর দিয়ে তৈরি নয় এমন অ্যালকোহল মিশ্রিত পারফিউম নাপাক নয়। তাই সেটা ব্যবহার করে নামাজ আদায় সহি হবে। আর সন্দেহের পরিস্থিতিতে পারফিউম এড়িয়ে চলাই উত্তম। তবে বাজারে অ্যালকোহলমুক্ত পারফিউমও পাওয়া যায়। সুতরাং পারফিউম বা স্প্রে ব্যবহার করতে চাইলে অ্যালকোহলমুক্তগুলোই কেনা ও ব্যবহার করা উচিৎ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ ফিউশন খাবার উপস্থাপনা
ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ ফিউশন খাবার উপস্থাপনা
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’