X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

৯৯ ব্যাধি থেকে মুক্তির যে দোয়া

বেলায়েত হুসাইন
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬

পবিত্র হাদিস শরিফে বর্ণিত ছোট্ট একটি দোয়া হলো, ‘লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি’। আল্লাহর রাসুল (সা.) ছোট্ট এই বাক্যটিকে জান্নাতের রত্নভান্ডার আখ্যায়িত করেছেন। এই দোয়া দুনিয়া ও আখিরাত সম্পর্কিত ৯৯টি ব্যাধির ওষুধ।

হজরত আবু হুরাইরাহ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) আমাকে বলেছেন, (হে আবু হুরাইরাহ!) তুমি লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি বেশি বেশি পাঠ করো। কারণ, এটি জান্নাতের রত্নভান্ডার।’ (তিরমিজি শরিফ)

দোয়াটিকে জান্নাতের রত্নভান্ডার আখ্যা দেওয়ার কারণ হলো, এটি নিয়মিত পাঠ করলে মহান আল্লাহ তায়ালা তার বান্দাকে নেক আমল করার ও পাপাচার থেকে বিরত থাকার তাওফিক দান করেন। আর নেক আমল ও পাপাচার পরিত্যাগ আল্লাহ তায়ালার সন্তুষ্টির মাধ্যম। তিনি যদি বান্দার প্রতি সন্তুষ্ট হন, তাহলে তাকে জান্নাত দান করবেন। এ জন্য দোয়াটিকে জান্নাতের রত্নভান্ডার আখ্যায়িত করা হয়েছে। (খাজায়েনে কোরআন ও হাদিস)

বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলি কারী (রহ.) বিশিষ্ট তাবেই হজরত মাকহুল (রহ.)-এর সূত্রে তার অমর গ্রন্থ মেরকাতে বর্ণনা করেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি লা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করবে, মহান আল্লাহ তার ৭০টি অসুবিধা দূর করে দেবেন। এর মধ্যে সবচেয়ে ছোট অসুবিধা হলো—অভাব-অনটন বা আর্থিক দৈন্য। (মেরকাত: ৫/১২১)

আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি দুনিয়া ও আখিরাত সম্পর্কিত ৯৯টি ব্যাধির ওষুধ। সেগুলোর মধ্যে সবচেয়ে হালকা ব্যাধিটি হচ্ছে দুশ্চিন্তা ও পেরেশানি। ওই দুশ্চিন্তা দুনিয়া সম্পর্কিত হোক কিংবা আখিরাত সম্পর্কিত।

দোয়াটি সম্পর্কে হজরত আবু হুরাইরাহ (রা.) বলেন, একদিন আল্লাহর রাসুল (সা.) বললেন, হে আবু হুরাইরাহ! আমি কি তোমাকে এমন একটি বাক্য শেখাবো না, যা আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি রত্নভান্ডার? তা হলো, লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি। বান্দা যখন এটি পাঠ করে, মহান আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, আমার বান্দা অবাধ্যতা পরিত্যাগ করে আমার অনুগত হয়েছে এবং তার সব বিষয় আমার হাতে ন্যাস্ত করে দিয়েছে। (মেরকাত: ৫/১২১-১২২)

এই দোয়াটির আরও ফজিলত রয়েছে। মোল্লা আলি কারী (রহ.) তার গ্রন্থে উল্লেখ করেন, এই বাক্যটি (লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি) মিরাজের রাতে মহানবী (সা.)-কে হজরত ইবরাহিম (আ.) উপঢৌকন ও ওসিয়ত হিসেবে দিয়েছেন। হাদিস শরিফে এসেছে, মিরাজের রাতে মহানবী (সা.) ও হজরত ইবরাহিম (আ.)-এর মধ্যে সাক্ষাৎ হয়। তখন শেষ নবী হজরত মোহাম্মদ (সা.)-কে হজরত ইবরাহিম (আ.) বলেছিলেন, হে মোহাম্মদ, আপনি আপনার উম্মতকে বলে দিন, তারা যেন লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে। (মেরকাত: ৫/১১১)

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, একদিন রাসুল (সা.)-এর দরবারে লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহি পাঠ করলাম। তিনি বললেন, তুমি কি বলতে পারো এর অর্থ (ব্যাখ্যা) কী? আমি বললাম, আল্লাহ ও তার রাসুলই সর্বাধিক অবগত। তিনি বললেন, (ব্যাখ্যার অর্থ) আল্লাহর নাফরমানি থেকে বাঁচার কোনও উপায় নেই এবং তার ইবাদত-বন্দেগি করারও কোনও শক্তি নেই তার সাহায্য ছাড়া। (মেরকাত: ৫/১১১)

লেখক: গণমাধ্যমকর্মী; শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা।

/এনএআর/
সম্পর্কিত
জাতীয় ঈদগাহের বিশেষ খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া
ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ: ধর্ম উপদেষ্টা
সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্যের নির্দেশনা কাজ করে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য