X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

খরচ বাড়ায় হজযাত্রায় ভাটা, নিবন্ধন মাত্র ১০ হাজার

চৌধুরী আকবর হোসেন
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৫

বাংলাদেশের মুসলমানদের তীব্র আগ্রহ থাকার পরও খরচ বেড়ে যাওয়ায় হজের নিবন্ধনে ভাটা পড়ছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। অথচ ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৯ হাজার ৩৫২ জন হজের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধনের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি থাকলেও বাড়ানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্যাকেজের খরচ না কমালে এ বছর পূর্ণ কোটায় হজযাত্রী পাঠানো নিয়ে শঙ্কায় হজ এজেন্সিগুলো।

রাজধানীর শান্তিনগরের আল মদিনা ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলা অফিসে সুনসান নীরবতা। প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের মাধ্যমে যারা হজে যেতে প্রাক-নিবন্ধন করেছিলেন তাদের ফোন করছেন। নিবন্ধনের সময় চলে যাচ্ছে, তবু তারা কেন নিবন্ধন করছেন না, জানতে খোঁজ নিচ্ছেন। ৯৯ ভাগ ক্ষেত্রে উত্তর আসছে, খরচ বেড়ে যাওয়ায় এ বছরে হজে যেতে পারবেন না।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার খোরশেদুল আলম বলেন, ‘বিগত বছরগুলোতে প্যাকেজ ঘোষণার পর থেকে হজ করতে ইচ্ছুকরা নিবন্ধন করতে আমাদের অফিসে আসা শুরু করেন। খোঁজ-খবর নিতে অনেক কল করেন। এ সময় হজে গমনেচ্ছুদের চাপ সামলাতে আমাদের ব্যস্ত থাকতে হয়। অথচ এ বছরের চিত্র উল্টো। আমাদের মাধ্যমে হজে যেতে প্রাক নিবন্ধন করেছেন মাত্র ২০০ জন। আর নিবন্ধন করেছেন মাত্র ১০ জন। বাকিদের ফোন করে করে খোঁজ নিচ্ছি। সবাই বলছেন, এত খরচ, যাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতি তাতে শেষ পর্যন্ত বাংলাদেশের কোটাই পূরণ হবে না। করোনার পর গত বছর সীমিত আকারে হজযাত্রী গিয়েছেন। এবার হজ এজেন্সিগুলো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু খরচ বাড়ার কারণে কেউ যেতে চাচ্ছেন না। এভাবে এজেন্সিদেরও টিকে থাকা কঠিন হয়ে পড়বে।’

গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। ২ ফেব্রুয়ারি সরকারি প্যাকেজ থেকে ১০ হাজার টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। হাব নির্ধারিত হজ প্যাকেজের সর্বনিম্ন প্যাকেজ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

খরচ বাড়ায় হজযাত্রায় ভাটা, নিবন্ধন মাত্র ১০ হাজার

সরকারি-বেসরকারি উভয় প্যাকেজেই বিগত বছরের চেয়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। ২০২২ সালে হজের সর্বনিম্ন প্যাকেজ ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। প্রাক নিবন্ধিত গমনেচ্ছুদের নিবন্ধন সম্পন্ন করতে ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধন করতে হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

২২ ফেব্রুয়ারি দুপুর ১টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬৯৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২০৭ জনসহ মোট ৯ হাজার ৯০৪ জন নিবন্ধন করেছেন। ২৩ ফেব্রুয়ারি শেষ দিনে কোনোভাবেই কোটার বাকিদের নিবন্ধন সম্ভব নয়। তার আগেই ২২ ফেব্রুয়ারি বিকালে নিবন্ধনের সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে ধর্ম মন্ত্রণালয়।

হজ এজেন্সি মালিকরা বলছেন, প্রতিবছর নির্ধারিত কোটার চেয়ে বেশি মানুষ হজে যেতে প্রাক নিবন্ধন করেন। এখন পর্যন্ত ২ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু খরচ বেড়ে যাওয়ায় প্রাক নিবন্ধন করলেও অনেকে নিবন্ধন করছেন না। ধর্ম মন্ত্রণালয় নিবন্ধনের সময় বাড়ালেও লাভ কী। খরচ যে হারে বেড়েছে তাতে যারা যাবেন না, তারা তো আর সিদ্ধান্ত বদলাবেন না। এ পরিস্থিতি মোকাবিলায় বিমান ভাড়াসহ হজের খরচ পুনর্নির্ধারণ করা জরুরি। গেলো বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৪০ হাজার টাকা। এ বছর তা ৫৮ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ

ক্রমাগত খরচ বাড়ায় হজযাত্রীদের আর্থিক চাপ বেড়েছে। অনেকে প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত হজে যেতে পারবেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে হজের বিমান ভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। ১৪ ফেব্রুয়ারি আটাব বিমান ভাড়াসহ প্যাকেজ মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে।

এ প্রসঙ্গে আটাবের মহাসচিব আবদুস সালাম আরেফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেভাবে হজের খরচ বেড়েছে তাতে জায়গা-জমি বিক্রি করা ছাড়া অনেকের পক্ষে হজ করা সম্ভব হবে না। এ কারণে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ও হজের খরচ পুনরায় সহনীয় মাত্রায় নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।’

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হাব বরাবরই হজযাত্রীদের খরচের বোঝা কমাতে তৎপর ছিল। খরচ কমানোর বিষয়টি নিয়ে আমরাও সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
হজ ফ্লাইট শুরু আজ
হজ ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি নিয়েছে বিমান, থাকছেন ১ হাজার কর্মী
চট্টগ্রাম থেকে ৩ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, এবার কমেছে যাত্রী ও ফ্লাইট 
সর্বশেষ খবর
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টসকর্মীর মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টসকর্মীর মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ প্রাণ গেলো ৪ জনের
কুমিল্লায় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ প্রাণ গেলো ৪ জনের
ভিটামিন-সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তির বাধা খোলা ড্রাম
ভিটামিন-সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তির বাধা খোলা ড্রাম
কিশোরগঞ্জে হাওরে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জে হাওরে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস