X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ

২০০ বছরের পুরনো গায়েবি মসজিদটি ফরিদপুরে

এন কে বি নয়ন, ফরিদপুর
১১ জুন ২০২১, ১০:০০আপডেট : ১১ জুন ২০২১, ১০:০০

বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। আজ থাকছে ফরিদপুরের রায়নগর আউলিয়া গায়েবি মসজিদ।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের রায়নগর গ্রামে অবস্থিত রায়নগর আউলিয়া গায়েবি মসজিদ। প্রায় দুই শ’ বছর আগে নির্মিত মসজিদটি এ অঞ্চলের ঐতিহ্য বহন করে আছে। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এটি দেখতে আসেন। ঘুরে ঘুরে দেখেন, মুগ্ধ হন, নামাজও আদায় করেন।

ভাঙ্গা উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে এবং ভাঙ্গা-মাওয়া সড়কের মালিগ্রাম বাস স্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার দক্ষিণে রায়নগর গ্রামে গেলে ঐতিহাসিক মসজিদটি দেখা যাবে।

এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি চারকোণা। আয়তন ৬.৭৫ মিটার বাই ৩.৬০ মিটার। এর মাঝ বরাবর অর্ধ গোলাকার গম্বুজ নির্মিত ছাদ আছে। উত্তর ও দক্ষিণে ঢালু ছাদের খিলানের প্রসারিত কর্নার আছে।

মসজিদটির সামনের দিকে রয়েছে তিনটি প্রবেশদ্বার। এর মধ্যে একটি বড়, বাকি দুটো ছোট। আলো-বাতাস প্রবেশে জন্য উত্তর ও দক্ষিণের দেয়ালে খোলা-মেলা বড় দুটি জানালা আছে।

২০০ বছরের পুরনো গায়েবি মসজিদটি ফরিদপুরে পূর্বপাশের সম্মুখদ্বারের খিলানে আছে প্রবেশের কুলুঙ্গি। প্লাস্টারে দেয়ালে আছে অলঙ্করণ। নকশাটি পাঁচটি আয়তাকার প্যানেলে তৈরি। যার মাঝের বর্গাকার। উভয়পাশে রয়েছে লতা-পাতার কারুকাজ।

ঐতিহাসিক মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত চমৎকার। বিশেষ করে বিভিন্ন ধরনের ফুলেল নকশা ও বহুপত্রবিশিষ্ট আকর্ষণীয় খিলান অন্যতম।

মসজিদের চার কোণে চারটি মিনার। মিনারগুলো উঁচু ছাদের সঙ্গে সমানতালে মিশে আছে। প্রধান প্রবেশদ্বারের ওপরে একটি কালো পাথরে আরবিতে লেখা শিলালিপি অনুযায়ী মসজিদটি ১৮০১ সালে নির্মিত।

ইট-বালু, চুন-সুরকির মসজিদটি আকারে তুলনামূলক ছোট। একাধিকবার মসজিদটির সংস্কার হয়েছে।

এলাকার বয়োজ্যেষ্ঠদের সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মসজিদের বাইরে সিমেন্টের প্লাস্টার এবং ভেতরে টাইলসের কাজ করা হয়েছে।

মসজিদটির বিস্তারিত ইতিহাস কেউ বলতে না পারলেও এলাকাবাসী ও মসজিদের খাদেম জানান, প্রায় দুই শ’ বছর আগে গোলাম হোসেন নামে একজন এটি নির্মাণ করেন। তবে এর নামকরণ নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন, রায়নগর মসজিদ, কেউ বলেন আউলিয়া মসজিদ। তবে স্থানীয়দের কাছে গায়েবি মসজিদ নামেই বেশি পরিচিত।

২০০ বছরের পুরনো গায়েবি মসজিদটি ফরিদপুরে কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মাতুব্বর লিটু জানান, আমাদের জন্মের অনেক আগের মসজিদ এটি। বাপ-দাদার কাছ থেকে যতটা জেনেছি তাতে মসজিদটির বয়স দুই শ’ বছরের বেশি। এখন মসজিদটি সংস্কারের অভাবে নষ্ট হতে চলছে। মাঝে মাঝে সামান্য কিছু বাজেট পাওয়া যায়, তা দিয়ে সংস্কার সম্ভব হয় না।

/এফএ/
সম্পর্কিত
পাগলা মসজিদের সিন্দুকে এবার পাওয়া গেলো রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা
জানা গেলো কত টাকা জমা পাগলা মসজিদের অ্যাকাউন্টে
এখন আর নামাজ আদায় হয় না যে মসজিদে
সর্বশেষ খবর
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৭ আ.লীগ নেতা কারাগারে
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত