X
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

পরীক্ষা ছাড়া সনদের দাবিতে আন্দোলন, ৩ শিক্ষার্থী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬

আটক

লিখিত পরীক্ষা ছাড়াই বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষানবিশদের আইনজীবী করে সনদ প্রদান এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে আন্দোলন করা তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর পরীবাগে অবস্থিত বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের রমনা থানা পুলিশ নিয়ে যায়। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও বার কাউন্সিল আগামী ২৬ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছিল তারা। আকরা হলেন,

নওগাঁ বারের শিক্ষানবিশ আইনজীবী শামিমুর রেজা রনি, পঞ্চগড় বারের আবু সাদাত ওয়াকিলুজ্জামান এবং অপরজনের নাম জানা যায়নি।

এর আগে গত ৯ আগস্ট প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষানবিশ আইনজীবীরা প্রথমে বার কাউন্সিলের সামনের প্রধান সড়ক অবরোধ করে, পরবর্তীতে তারা বারের সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনের নেতৃত্বে ছিলেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি স্মরণ এবং যুগ্ম আহ্বায়ক সুমনা আক্তার লিলি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোরাক টাওয়ারে বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়। এখানে শিক্ষানবিশ আইনজীবীদের ৭/৮ জন আজকে আসছিল। তারা পরীক্ষা না দিয়ে বারের সনদ চায়। তাদের দাবি হলো তারা লিখিত পরীক্ষা দেবে না। করোনার কারণে তারা পরীক্ষা ছাড়াই সনদের আন্দোলন করছে। বারের সামনে তাদের অবস্থান না করতে অনুরোধ করা হয়েছে।  তারপরও সেখানে তারা অবস্থানের চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সদস্যরা তাদের তিনজনকে থানায় নিয়ে এসেছে। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘বার কাউন্সিল ইতোমধ্যে পরীক্ষার জন্য তারিখ ঘোষণা করেছেন। অসংখ্য শিক্ষানবিশ আইনজীবীরা পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিয়েছে। কিন্তু কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েই সনদ চায়। আমাদের সঙ্গে বারের কথা হয়েছে। বার বলছে পরীক্ষা ছাড়া কোন সনদ দেয়া সম্ভব না। এটা নিয়মে নেই।’ 

ওসি বলেন, এর আগে পরীক্ষার দাবিতে আন্গোলন হয়েছিল। এখন পরীক্ষা না নেওয়ার জন্য আন্দোলন করছেন তারা। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
ব্যতিক্রমধর্মী ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ
বৈশাখের শেষ বিকালেও রাজধানীতে প্রাণের উচ্ছ্বাস
সুর ও সংস্কৃতির ঐক্যে রবীন্দ্র সরোবরে বর্ষবরণ
সর্বশেষ খবর
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
টিভিতে আজকের খেলা (১৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ এপ্রিল, ২০২৫)
মেলায় নাগরদোলায় উঠে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
মেলায় নাগরদোলায় উঠে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
সর্বাধিক পঠিত
সবার জন্য উন্মুক্ত পান্তা-আলু ভর্তায় নতুন বর্ষবরণ
সবার জন্য উন্মুক্ত পান্তা-আলু ভর্তায় নতুন বর্ষবরণ
‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া নাম: ফরহাদ মজহার
‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া নাম: ফরহাদ মজহার
মেয়ের ‘বাবা বাবা’ চিৎকারের পরও বাবাকে গণপিটুনি
মেয়ের ‘বাবা বাবা’ চিৎকারের পরও বাবাকে গণপিটুনি
‘আপন কফি হাউজের’ দুই কর্মী আটক, তরুণীকে খুঁজছে পুলিশ
তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল‘আপন কফি হাউজের’ দুই কর্মী আটক, তরুণীকে খুঁজছে পুলিশ
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
তোফায়েল আহমেদ সুস্থ আছেন