রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা তিন কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার সিনিয়র জেল সুপার ইকবাল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার ভোররাতে বিচারাধীন মামলার আসামি মিন্টু মিয়া পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তিনজনক সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে জানান কারা কর্মকর্তা।
চিকিৎসাধীন কয়েদি পালিয়ে যাওয়ার বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের এখানে মিন্টু মিয়াকে ভর্তি করা হয়। কারারক্ষীরা প্রথমে ডিএমসিতে নিয়ে গেলে সেখান থেকে এখানে রেফার্ড করা হয়। আমাদের এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভোর রাতে সে পালিয়েছে।’
কারাগার সূত্রে জানা গেছে, মিন্টু টাঙ্গাইল কারাগারে ছিলেন। গোপালপুর থানায় করা এক মাদকের মামলার আসামি তিনি। চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার রাতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।