X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

উত্তর সিটিতেও ঝুলন্ত ক্যাবলের বিরুদ্ধে অভিযান: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ১৯:২০আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০৪

উত্তর সিটিতেও ঝুলন্ত ক্যাবলের বিরুদ্ধে অভিযান: আতিকুল ইসলাম আগামী ১ অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়ও ঝুলন্ত ক্যাবল বা তারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্থার মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১১ আগস্ট) উত্তরার কাওলায় ইউলুপ নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের তিনি একথা জানান।

মেয়র বলেন, ‘আমি ঈদের আগে বিটিআরসি চেয়ারম্যানসহ আরও যারা আছেন, সবার সঙ্গে বৈঠক করেছি। যারা ঝুলন্ত তারের ব্যবসা করছেন, তাদের আমরা সময় দিয়েছি। আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন সব ঝুলন্ত তার কাটবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমার কাছে অনেকেই এসেছিলেন। তারা আমাকে বলেছেন আগস্ট মাস তাদের সময় দেওয়ার জন্য। যেহেতু করোনাকালে অনেকেই বেকার হয়ে পড়েছেন। তারা কিছু দিন সময় চেয়েছেন। সে কারণে আমরা সময় দিয়েছি। তবে আগামী অক্টোবরের ১ তারিখ থেকে সব ঝুলন্ত তার কেটে দেবো। যেকোনও ধরনের রাস্তার ওপর বা ল্যাম্প পোস্টে যেকোনও ঝুলন্ত পোস্টার বা বিজ্ঞাপন বোর্ড  থাকতে পারবে না।’

মেয়র বলেন, ‘আমার কথা হচ্ছে শহরকে নোংরা করে বাণিজ্য করা যাবে না। এই শহর আপনাদের, আমাদের এবং সবার। আমি মনে করি, জনগণকে একটি সুষ্ঠু ও আধুনিক শহর দেওয়ার জন্য আমাদের নজর দেওয়া দরকার। যে কেউ এসে দেয়ালের মধ্যে লিখে নোংরা করবে, তা কিন্তু হবে না। যারা এমন কাজ করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেবো। তাদের বিরুদ্ধে আইনের যত ধারা আছে, সব প্রয়োগ করে দেবো।’

ঢাকা শহরে বিলবোর্ড নেই উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘কয়েকদিন আগে উত্তরা ১২ নম্বর সেক্টরে একটি (বিলবোর্ড) উঠেছিল, আমরা সেটিও কেটে দিয়েছি। কোনও ধরনের অবৈধ বিলবোর্ড ঢাকা উত্তরে থাকতে পারবে না। এলইডি বিলবোর্ড অবশ্যই থাকতে পারে। অনুমোদনহীন কোনও ধরনের বিলবোর্ড ও সাইনবোর্ড থাকতে পারবে না।’

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (৫ আগস্ট) থেকে নগরজুড়ে এমন ঝুলন্ত ক্যাবলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

 

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘনা সেতুতে উল্টে গেছে ট্রাক, ৮ কিলোমিটার যানজট
মেঘনা সেতুতে উল্টে গেছে ট্রাক, ৮ কিলোমিটার যানজট
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো