X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

ঢাকায় ১২ বন্দি কারাগারের বাইরের হাসপাতালে

জামাল উদ্দিন
২৪ জুলাই ২০২০, ২০:০০আপডেট : ২৫ জুলাই ২০২০, ১১:৫৫

জি কে শামীম, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও রফিকুল আমীন চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে অবস্থান করেন অসুস্থ বন্দিরা। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষের ইচ্ছা-অনিচ্ছার ওপর কিছু নির্ভর করে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, চিকিৎসকের পরামর্শেই প্রকৃত অসুস্থদের তারা কারাগারের বাইরের হাসপাতালগুলোতে পাঠিয়ে থাকেন। জি কে শামীম, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও রফিকুল আমীনসহ ১২ জন বন্দি কারাগারের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই নানা উপায়ে চিকিৎসকদের কাছ থেকে অসুস্থতার সনদ নিয়ে হাসপাতালে অবস্থান করেন। এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এ সুবিধা কেবল প্রভাবশালী ও বিত্তশালীদের কপালেই জোটে। সাধারণ বন্দিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তখন কারা চিকিৎসকদের পরামর্শে তাদের সাধারণ হাসপাতালগুলোতে ভর্তি করিয়ে থাকেন কারা কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকাসহ সারা দেশে ৮০ জনের বেশি বন্দি কারাগারের বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

বাইরের হাসপাতালে কত বন্দি চিকিৎসাধীন আছেন জানতে চাইলে কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে এ মুহূর্তে এই হিসাব দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত দেশের ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগারে বন্দি রয়েছেন ৭৬ হাজার ৬১৮ জন। এসব কারাগারে বন্দি ধারণ ক্ষমতা রয়েছে ৪০ হাজার ৯৪৪ জনের।

কারা অধিদফতরের আরেকটি সূত্র জানায়, ঢাকায় বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত ১২ জন বন্দি কারাগারের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া আলোচিত বন্দি গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম), যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং ডেসটিনির চেয়ারম্যান রফিকুল আমিন রয়েছেন। এই তিন জনই আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। সম্রাট ছাড়া বাকি দু’জন প্রিজন সেলে আছেন। সম্রাট আছেন অপর একটি কেবিনে। এ সময়ে আলোচিত আর কোনও বন্দি হাসপাতালে নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া বিএসএমএমইউতে মাজহার আলী শ্রাবণ নামে আরেকজন বন্দি চিকিৎসাধীন রয়েছেন। সোহাগ হোসেন ও মিলন নামের দু’জন বন্দি চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শহিদুল ইসলাম, মুন্না কাজী ও করিম আকন্দ নামের তিন জন বন্দি চিকিৎসাধীন আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। মনজুর আহমেদ, হারুন ও মালি কান্দা- তিন জন বন্দি চিকিৎসাধীন আছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এসব বন্দি বাস্তবিকই অসুস্থ বলে মনে করেন তারা।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বন্দিরা কারা হাসপাতাল ও বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে থাকেন। কারা হাসপাতাল হোক আর বাইরের হাসপাতালে হোক, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আবার হাসপাতাল থেকে কারাগারে পাঠাতে হলেও চিকিৎসকের অনুমোদন প্রয়োজন হয়। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষের কিছুই করার থাকে না।’

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী প্রতি ১৫ দিন পর সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়। কেউ সুস্থ হয়ে থাকলে কিংবা কারাগারে পাঠানোর মতো অবস্থা হয়ে থাকলে তাদের যেনও কারাগারে ফেরত পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যতদিন ছাড়পত্র দিয়ে কারাগারের পাঠানোর কথা না বলবেন, ততদিন কারা কর্তৃপক্ষের কিছু করার নেই।

/জেইউ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা