X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

করোনায় মারা গেলেন কাস্টমস কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ০৯:০৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৯:০৫

কবির শিকদার

২৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) কবির শিকদার। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান। তিনি ঢাকা কাস্টম হাউসে কর্মরত ছিলেন।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মারুফ খান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্ত হয়ে চার জন মারা গেলেন।

মারুফ খান বলেন, কবির শিকদারের আগে থেকে হার্ট, ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল।

রোজার ঈদের আগে কবির শিকদার চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখান থেকে এসে কিছুদিন অফিস করেছেন। ওই সময় তার করোনার উপসর্গ দেখা দিলে আইসোলেশনে চলে যান। নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর থেকে তিনি বাসায় ছিলেন। 

তিনি জানান, কবির শিকদারের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৯ জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’বার তাকে প্লাজমা দেওয়া হয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক কিছুটা উন্নতিও হয়। তবে সেখানকার ব্যয়সহ বেশ কিছু সমস্যার কারণে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরে অভিভাবকদের অনুমতি নিয়ে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কবির শিকদারের সহকর্মীরা জানান, ঢাকা কাস্টম হাউসের আগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে তার পোস্টিং ছিল তার।

 কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্র জানায়, কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭।

 

 

 

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প খুঁজছে ভারত ও সৌদি আরব
রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল খাতে যৌথ প্রকল্প খুঁজছে ভারত ও সৌদি আরব
এ মামলার সঙ্গে জড়িত নই: আদালত প্রাঙ্গণে দেওয়ান সমির
এ মামলার সঙ্গে জড়িত নই: আদালত প্রাঙ্গণে দেওয়ান সমির
বিএমটিএফের সাবেক এমডি সালেহ উদ্দিন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএমটিএফের সাবেক এমডি সালেহ উদ্দিন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাড়ে ৬ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাড়ে ৬ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি