X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

টেলিমেডিসিন সেবা চালু করেছে ইআরএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৮:৫৯আপডেট : ০৪ জুলাই ২০২০, ২০:২৩

টেলিমেডিসিন সেবা চালু করেছে ইআরএফ চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের (হেলো) সহযোগিতায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনীতি বিটের রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সংগঠনের সদস্য ও তাদের পরিবারের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে। করোনাভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকরা যেন ঘরে বসে চিকিৎসা নিতে পারেন, এজন্য চব্বিশ ঘণ্টা এই সেবা চালু রাখা হচ্ছে। ইআরএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ইআরএফ’র সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম জানান, এই টেলিমেডিসিন সেবার নাম দেওয়া হয়েছে ‘হেলো ইআরএফ কোভিড-১৯ ইনিশিয়েটিভ’। এর আওতায় কোভিড-১৯ সম্পর্কিত সেবার পাশাপাশি অন্যান্য জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, দন্তরোগ ও মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন হেলো’র প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মহসীন আহমেদ ও ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
এ প্রসঙ্গে ডা. মহসীন আহমেদ জানান, করোনা পরিস্থিতিতে অনেকে হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে সরাসরি গিয়ে চিকিৎসা নিতে পারছেন না। তাদের জন্য এই টেলিমেডিসিন সেবা অনেক সহজ হবে। ভবিষ্যতেও আমরা এটা অব্যাহত রাখব এবং ২৪ ঘণ্টা রোগীরা এই সেবা পাবেন। তিনি আরও জানান, চিকিৎসা প্রদানের সুবিধার্থে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ চালু করা হয়েছে, সেখানে রোগীর বিষয়ে বিস্তারিত জানার পর প্রেসক্রিপশন মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি, আহত ৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি, আহত ৪
কার স্বার্থে বাড়ানো হলো গ্যাসের দাম?
কার স্বার্থে বাড়ানো হলো গ্যাসের দাম?
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
চা বাগানে ছাত্রলীগ কর্মী খুন
চা বাগানে ছাত্রলীগ কর্মী খুন
সর্বাধিক পঠিত
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বহিষ্কৃত মেজর জিয়ার
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বহিষ্কৃত মেজর জিয়ার
দুর্নীতির মামলায় নুরুল আমিনের ৫ বছরের কারাদণ্ড
দুর্নীতির মামলায় নুরুল আমিনের ৫ বছরের কারাদণ্ড
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ