X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ছেলেকে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২২:৪০আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:৪৩

অভিযুক্ত জুলহাস ও জুয়েল প্রতিবেশী যুবককে দিয়ে অপহরণ করিয়ে নিজের শিশু সন্তানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে বাবা। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে এই ঘটনা ঘটে। সাড়ে তিন বছরের শিশু মাহিম হত্যায় জড়িত বাবা জুলহাস ও প্রতিবেশী জুয়েল ব্যাপারীকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১ জুলাই) বিকালে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী। তিনি জানান, গত ২৯ জুন শিশু মাহিমের বাবা অভিযোগ করেন তার সন্তান ২৭ জুন অপহরণের শিকার হয়েছে। যাত্রাবাড়ি থানায় জুলহাস সাধারণ ডায়রি করে।

অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে গত ৩০ ‍জুন জুয়েল ব্যাপারী নামে এক যুবককে গ্রেফতার করে র‌্যাব। সে অপহরণে বিষয়টি স্বীকার করে এবং এর সঙ্গে শিশুর বাবা জুলহাস জড়িত থাকার কথা জানায়। পরে জুলহাসকেও মাতুয়াইল দরবার শরীফ মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আলী রেজা রাব্বী জানান, জুলহাস ও জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তারা ভিকটিমকে অপহরণ করে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার কথা স্বীকার করে।


যেভাবে মাহিমকে অপহরণ ও হত্যা
র‌্যাবের তদন্ত কর্মকর্তারা জানায়, ভিকটিমের বাবা জুলহাস আগে থেকেই যৌতুকের দাবিসহ বিদেশ যাওয়ার জন্য চার লাখ টাকা চেয়ে আসছিল শ্বশুরের কাছে। টাকা না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করে সে। পারিবারিক কলহ এবং শ্বশুর বাড়ি হতে টাকা না পেয়ে ক্ষোভে নিজ সন্তানকে হত্যার জন্য প্রতিবেশী জুয়েলকে নিয়ে পরিকল্পনা করে জুলহাস। পরিকল্পনা অনুযায়ী, গত ২৬ জুন জুয়েল ঘুমের ওষুধ (৮টি ট্যাবলেট) কিনে জুলহাসকে দেয়। ২৭ জুন বেলা সাড়ে ১২টার দিকে প্রতিবেশী জুয়েল শিশু মাহিমকে তার বাসার সামনে থেকে ফুসলিয়ে মাতুয়াইল বাসস্ট্যান্ডে নিয়ে যায়। এরপর জুলহাস ও জুয়েল মিলে মাহিমকে ডেমরার দেইল্লা নামে নির্জন এলাকায় নিয়ে জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়ায়। এরপর তারা শিশু মাহিমের মৃত্যু নিশ্চিত করে তার লাশ মাতুয়াইলের মৃধাবাড়ি ময়লার ডিপো সংলগ্ন গ্রিন মডেল টাউন এলাকায় কাশবনের ভেতর বালু চাপা দেয়। এরপর নিজ বাড়িতে চলে যায় জুলহাস ও জুয়েল।

জুলহাস ২৯ জুন যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করে। র‌্যাব-১০ এর কর্মকর্তারা জানান, শিশু অপহরণ হয়েছে এটা প্রমাণ করার জন্য ২৯ জুন জুয়েলকে দিয়ে মুক্তিপণ চেয়ে নিজের মোবাইলে একটি ম্যাসেজ পাঠায় জুলহাস। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুন রাত সাড়ে ১০টার দিকে মাহিমের মরদেহ উদ্ধার করা হয়। মাহিমের মা বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় জুলহাস ও জুয়েলকে গ্রেফতার দেখানো হয়েছে।

/আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
এবার হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা
এবার হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল