গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচ শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে পুলিশ সদস্যই ২৩২ জন। এছাড়া এই সময়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এই শঙ্কার মধ্যেও আশার খবর হলো, অনেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন। এরকম ৯ জন করোনাজয়ীকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার সময় করতালির মাধ্যমে ফের স্বাভাবিক জীবনে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (২ মে) বেলা সাড়ে ১২টার পরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।
আরও খবর: