X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

শিল্পীর আঁকা স্কেচ দেখে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৭:৩৬আপডেট : ০২ মে ২০২০, ১৯:০৬

অভিযুক্ত টুটুল রাজধানীর কদমতলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিল্পীর আঁকা স্কেচ দেখে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২ মে)  দুপুরে ডিএমপির শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি কদমতলীর মুরাদনগর এলাকার এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পরা এক যুবকের ছবি সংগ্রহ করা হয়। সেই ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়। ওই স্কেচের ছবি প্রচার করে ধর্ষকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার নাম টুটুল (২০)। মুগদায় বাবার সঙ্গে থাকে সে। কদমতলীতে খালার বাসা থাকায় প্রায়ই সে এই এলাকায় আসে। পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিল্পীর আঁকা টুটুলের স্কেচ পুলিশ জানিয়েছে, এর আগে ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশেপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক শিশুটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পরা ছিল বলে তাকে তাৎক্ষণিক শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখাওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের একশ’ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টাঙানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, টুটুলকে রবিবার (৩ মে) সকালে আদালতে পাঠানো হবে। সে প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে।

/এআরআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ আটক দুই যুবককে ছিনিয়ে নিতে হামলা, চার পুলিশ হাসপাতালে
ইয়াবাসহ আটক দুই যুবককে ছিনিয়ে নিতে হামলা, চার পুলিশ হাসপাতালে
উইটকফ বনাম আরাঘচি: ইরান-মার্কিন আলোচনায় মুখোমুখি দুই কূটনীতিক 
উইটকফ বনাম আরাঘচি: ইরান-মার্কিন আলোচনায় মুখোমুখি দুই কূটনীতিক 
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস
হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত