X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ইউল্যাবের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০

ইউল্যাবের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত (ছবি: পিআইডি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষার সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক সরাসরি। কিন্ত তার পেছনে থাকে পুরো পরিবার, তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন। বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান কেন্দ্র নয়। বরং তা উচ্চশিক্ষা ও গবেষণার শ্রেষ্ঠ পাদপীঠ। শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তুলতে এবং তাদের বিশ্বনাগরিকে পরিণত করতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ সুষম উন্নয়নের জন্য সৃজনশীল ও মেধাসম্পন্ন জনবল অপরিহার্য। আলোকিত মানুষেরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। তারুণ্যের শক্তি ছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবায়ন করা কঠিন। আমি আস্থা রাখতে চাই, তোমরাই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করবে এবং দেশকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে যাবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে সমাবর্তন বক্তা ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমার কাছে খুবই ভালো লাগতো যদি আমার বিশ্ববিদ্যালয় জীবনের সমাবর্তনকে তোমাদের সঙ্গে দাঁড়িয়ে তুলনা করতাম। আমি পারছি না, কারণ আমাদের কোনও সমাবর্তন হয়নি। সমাবর্তনে কতো আনন্দ হয় আমি জানি না। গাউন পরে বন্ধুর সঙ্গে ছবি তুলতে কেমন লাগে কিংবা সমাবর্তন বক্তা হিসেবে কেমন লাগে সেটাও আমি জানি না। কাজেই তোমাদের দেখে আমি যেমন আনন্দ অনুভব করছি, একই সঙ্গে একটু খানি হলেও হিংসা অনুভব করছি। আমি ইউল্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এখানে তোমাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।’
সমাবর্তনের বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস একটি ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান এটা আমরা সবাই জানি। এখানে একজন শিক্ষার্থীকে তাদের বিশেষায়িত বিষয়ের পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ, ইংরেজি ভাষা, বিশ্ব সভ্যতা, দর্শন, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। ফলে তারা সমাজ সচেতন, সৃজনশীল, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। লিবারেল আর্টসের এই ধারণাটিকে সফলভাবে প্রয়োগ করতে পারার জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

ইউল্যাবের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘সমাবর্তন আমাদের অর্জন এবং অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মুহূর্ত। বাংলাদেশে উচ্চশিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ এখন ইউল্যাব। আমাদের আছে যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ পাঠ্যক্রম, নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী এবং আমাদের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টা। ইউল্যাব বছরে দুই কোটি টাকা গবেষণা খাতে খরচ করে এবং এটি প্রতি বছরই বাড়ছে। আমাদের শিক্ষার্থীরা এসব গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পায়। মেধাবী শিক্ষার্থী, মুক্তিযোদ্ধার সন্তান এবং অনুন্নত এলাকা থেকে আসা শিক্ষার্থীসহ প্রতি বছর ভর্তি হওয়া প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী কোনও না কোনও মাপের বৃত্তি পেয়ে থাকে।’

তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয় ১০ বছরের জন্য স্থাপিত হয় না, ৫০ কিংবা ১০০ বছরের জন্য না। সবচেয়ে ভালো মানের পুরনো বিশ্ববিদ্যালয়গুলো নিরন্তর অগ্রগতির পথে নিজেদের বারবার নতুন করে তৈরি করে নেয়। প্রায় দুই হাজার বছর আগে সক্রেটিস বলেছিলেন, ‘নিজেকে চেন’। আর দুই হাজার বছর পরে একই কথার প্রতিধ্বনি করেছিলেন নোবেল বিজয়ী ভি এস নাইপল। তিনি বলেছিলেন, ‘আত্মপর্যালোচনা থেকেই শিক্ষার শুরু’। সেই সূত্রেই স্নাতক ও স্নাতকোত্তরের সবাইকে বলতে চাই, অবশ্যই নিজেকে চিনতে শেখো। বড় চাকরি, বড় বেতন গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই সবকিছু নয়। জীবনের পূর্ণতা মানুষের মধ্যে নিজেকে মঙ্গল ও আনন্দের উৎস হিসেবে খুঁজে পাওয়ার মধ্যে। ইউল্যাব তোমাদের যা দিয়েছে তা হলো বাকি জীবনের নিত্যনৈমিত্তিক চিন্তার সামর্থ্য।’

পঞ্চম সমাবর্তনে স্নাতক (১০১৯) ও স্নাতকোত্তর (২৮৩) পর্যায়ের ১ হাজার ৩০২ জন শিক্ষার্থী সনদ পেয়েছেন। এবারের সমাবর্তনে সনদপ্রাপ্তদের পক্ষে ভ্যালেডিক্টোরিয়ান বক্তব্য দেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা চৌধুরী। স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন ইংলিশ অ্যান্ড হিউমেনিটিজ বিভাগের পিউ চৌধুরী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিথুন বিশ্বাস এবং স্নাতকোত্তরে ইংলিশ অ্যান্ড হিউমেনিটিজের রুবাইয়া হোসেন দিশা।

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক স্বাগত বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কাজী ইনাম আহমেদ, তাহেরা হক, জুদিথা ওলমাখার, বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমান প্রমুখ।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের মরদেহ
ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের মরদেহ
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনীর চাই ২৪১ 
হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনীর চাই ২৪১ 
আসামে আরও ১৪ বাংলাদেশি আটক
আসামে আরও ১৪ বাংলাদেশি আটক
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়