বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তরুণ মন্ত্রিসভা’ শীর্ষক বৈঠকিতে অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেন, ‘আসলে তরুণ বলতে এখানে বয়স ২০-এর কোঠায়,বিসিএস দিতে যাচ্ছিলেন মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে– ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ১৯৭১ সালে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তখন তার বয়স ৫১ বছর। সে সময় তাজউদ্দীন আহমদের বয়স ৪৫ বছর। এর মানে হচ্ছে তরুণরাই তো একটা দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন। একটা দেশের জন্ম দিয়েছেন। সে তুলনায় মন্ত্রণালয় চালানো, একটি স্থিতিশীল অবস্থায় সরকার চালানো কোনও বিষয় নয়।’
মন্ত্রিসভার তরুণ সদস্যদের প্রনঙ্গে তিনি আরও বলেন, ‘যাদের নিয়ে আসা হয়েছে তার নিজ নিজ জায়গায় প্রফেশনালি সফল। রাজনীতিতে তাদের অবস্থান অনেক আগে থেকেই। আমি এখানে কোনও সমস্যা দেখি না। আমার কাছে মনে হয় না, এক্ষেত্রে বয়স খুব একটা বিষয়।’