X
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৩:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৬:৫৯

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘শাহজাহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার মৃত্যুতে দল একজন দক্ষ রাজনীতিককে হারালো। আমি হারালাম একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে।’

শাহজাহান মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রবীণ রাজনীতিবিদ মো. শাহজাহান মিয়া তার বর্ণাঢ্য কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমরা একজন কর্মবীর মানুষকে হারালাম।’

শাহজাহান মিয়ার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শনিবার ভোর ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাহজাহান মিয়া। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শাহজাহান মিয়া টানা দুই যুগেরও বেশি সময় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের তিন বারের সংসদ সদস্য ছিলেন। পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন একাধিক মেয়াদে।

তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আরও পড়ুন...

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যু

/ইএইচএস/এমআরএস/এসআই/আরকে/
সম্পর্কিত
দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত টিউলিপের আইনজীবীরা
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা
শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছিল: মিল্টন
সর্বশেষ খবর
ছয় ম্যাচ হাতে রেখে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি
ছয় ম্যাচ হাতে রেখে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি
ট্রাকচাপায় শিশুসহ ২ জন নিহত
ট্রাকচাপায় শিশুসহ ২ জন নিহত
শেফিল্ডের জার্সিতে প্রথম হার হামজার
শেফিল্ডের জার্সিতে প্রথম হার হামজার
শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
‘প্রেমিকা’ গানের সূত্র ধরে প্রেম, অবশেষে বিয়ে!
‘প্রেমিকা’ গানের সূত্র ধরে প্রেম, অবশেষে বিয়ে!
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
‘জংলি’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা
ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশের কাছ থেকে ছিনিয়ে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশের কাছ থেকে ছিনিয়ে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
চীনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে খুশি নন ট্রাম্প
নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা