X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

দূষণরোধী অভিযান: ২৫ কোটি টাকা জরিমানা, ৬৭০ ইটভাটা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে দূষণবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। গত ২ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৮১৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৭৫৫টি মামলা করা হয়েছে। এছাড়া ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা এবং ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছয়টি প্রতিষ্ঠানের আটটি ট্রাকে থাকা সিসা বা ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

পলিথিনবিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

এছাড়া গত বছরের ৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত পলিথিনবিরোধী ৩৮৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোট ১ লাখ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

অপরদিকে, আজ ঢাকা মহানগরের আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ছয়টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে চারটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং ৬৭০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়।

আজ আশুলিয়ায় টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালানো হয়। একটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় এবং একটি কারখানা উচ্ছেদ করা হয়েছে। একইভাবে, অবৈধ সিসা বা ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানা উচ্ছেদ করা হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
এ মামলার সঙ্গে জড়িত নই: আদালত প্রাঙ্গণে দেওয়ান সমির
বনশ্রীতে রাজউকের অভিযান
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার