X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

কদমতলীতে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ২০:৩১আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৪৮

রাজধানীর কদমতলীর জুরাইনে মাহমুদা (২৩) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।  

ভোলার চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ গ্রামের রুহুল আমিনের মেয়ে মাহমুদা। পাঁচ ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

মৃতের বোন শিল্পী জানান, মাহমুদা জুরাইন আলম মার্কেটের নিউ জেনারেশন নামে গার্মেন্টসের অপারেটর হিসাবে কাজ করতেন। থাকতেন জুরাইনেই।

তিনি বলেন, ‘ওই প্রতিষ্ঠান থেকে আমাদের খবর দেওয়া হয়, মাহমুদা অসুস্থ হয়ে পড়েছে। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘শুনেছি, সে নাকি অসুস্থ অবস্থায় ছটফট করছিল। তবে মৃত্যুর আগে কিছু খেয়েছিল কিনা, তা জানতে পারিনি। অসুস্থ হওয়ার আগ মুহূর্তে বলেছিল, সে ওষুধ খেয়েছিল। তবে কী ওষুধ খেয়েছিল, কেউ দেখতে পাইনি।’

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর সনদে লিখেছেন, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত করলে বেরিয়ে আসবে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
অধ্যক্ষের ছেলের বিয়ে: কর্মচারীদের ৫০০ টাকা দেওয়ার নির্দেশনা
বোটানিক্যাল গার্ডেনের টিকিট বেড়ে ১০০: হতাশ দর্শনার্থীরা, মন্ত্রী বললেন ‘অযৌক্তিক’
এডিসের লার্ভা পাওয়ায় স্কয়ার হাসপাতালসহ ৯ স্থাপনাকে জরিমানা
সর্বশেষ খবর
রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র
রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র
শেখ হাসিনাকে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানিকন্যা
শেখ হাসিনাকে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানিকন্যা
আদালত চত্বরে মারধরের শিকার সাবেক মেম্বার
আদালত চত্বরে মারধরের শিকার সাবেক মেম্বার
সর্বাধিক পঠিত
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ