X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১
সিদ্দিকবাজারে বিস্ফোরণ

নিহত ১৬ জনের নাম-পরিচয় মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২২:৪৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২৩:৪১

রাজধানীর সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডের সাততলা পৌর ভবনে বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় মিলেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ তাদের নাম-পরিচয় প্রকাশ করেছে।

নিহতরা হলেন-মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাইনউদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস মীর (৬০), নুরুল ইসলাম ভুইয়া (৫৫) ও হৃদয় (২০)।

নিহতদের পরিচয়

১. মো. সুমন, পিতা মমিন, ঠিকানা: ১ নং সুরিটোলা, বংশাল ঢাকা। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়। নিহতের পিতা মমিন জানান, ১০-১২ দিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন সুমন।

২. ইসহাক মৃধা, পিতা মৃত দুলাল মৃধা, গ্রাম চর সন্তোষপুর, কাজিরহাট থানা, জেলা বরিশাল। থাকতেন ঢাকার নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী ২ নং রোড। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

৩. মুনসুর হোসেন, পিতা মোশাররফ হোসেন, ঠিকানা: পশ্চিমপাড়া যাত্রাবাড়ী।

৪. মো. ইসমাইল, পিতা মৃত মো. হোসেন আলী, ঠিকানা: ৯৭ লুৎফর রহমান লেন, আলু বাজার।

৫. আল আমিন, পিতা বিল্লাল হোসেন, ঠিকানা: পশ্চিম লালপুর, মতলব, চাঁদপুর। আল আমিন বিবিএ শিক্ষার্থী বলে জানান তার বড় ভাই হাবিবুর রহমান।

৬. রাহাত, পিতা জাহাঙ্গীর আলম, ঠিকানা: মাস্টার বাড়ি, দক্ষিণ চৈনকুটিয়া কেরানীগঞ্জ।

৭. মমিনুল ইসলাম, পিতা আবুল হাসেম। ঠিকানা: ১১৫/৭/৫ ইসলামবাগ, চকবাজার।

৮. নদী বেগম, স্বামী মৃত মমিনুল ইসলাম। ঠিকানা: ১১৫/৭/৫ ইসলামবাগ, চকবাজার।

৯. মাঈনউদ্দিন, পিতা মৃত ছমির উদ্দিন আকন, ঠিকানা: গ্রাম সৈয়দপুর, জেলা মুন্সিগঞ্জ সদর।

১০. নাজমুল হোসেন, পিতা ইউনুছ হোসেন, ঠিকানা: ৪৭ নং কে পি ঘোষ স্ট্রিট, বংশাল। তিনি আজাদ স্যানিটারি দোকানের কর্মচারী ছিলেন।

১১. ওবায়দুল হাসান বাবুল, পিতা মৃত শেখ সাহেব আলী। ঠিকানা: চর বেউথা গ্রাম, মানিকগঞ্জ সদর।

১২. আবু জাফর সিদ্দিক, পিতা মৃত মোজাম্মেল হক, ঠিকানা: জেলা মুন্সিগঞ্জ, থানা গজারিয়া, গ্রাম-বালুয়া কান্দি।

১৩. আকুতি বেগম, স্বামী মৃত আনোয়ারুল ইসলাম, ঠিকানা: ১৮/১ আগামাসি লেন, বংশাল।

১৪. মো. ইদ্রিস মীর, পিতা মৃত কালাচান মির, মীর হাজারীবাগ যাত্রাবাড়ী।

১৫. নুরুল ইসলাম ভূইয়া, পিতা মৃত আলি মোহাম্মদ ভূঁইয়া, ঠিকানা: মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা।

১৬. হৃদয়, ঠিকানা: সিদ্দিকবাজার জাবেদ গলি, বংশাল।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।

/কেএইচ/জেইউ/আরআইজে/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, বাধ্যতামূলক অবসরে এএসপি
আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, বাধ্যতামূলক অবসরে এএসপি
হারতে বসা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
হারতে বসা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
‘অ্যানিম্যাল’ দিয়ে বদলে যাওয়া ক্যারিয়ার
‘অ্যানিম্যাল’ দিয়ে বদলে যাওয়া ক্যারিয়ার
নয়-দশে ৯০ লাখ তার হয়ে গেছে, নিয়োগ বাণিজ্য নিয়ে অধ্যক্ষ-চেয়ারম্যানের ফোনালাপ
নয়-দশে ৯০ লাখ তার হয়ে গেছে, নিয়োগ বাণিজ্য নিয়ে অধ্যক্ষ-চেয়ারম্যানের ফোনালাপ
সর্বাধিক পঠিত
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?