X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নুসরাত-অপু-ভাবনাসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৯:২৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৯:৫২

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ভাবনা, নিপুণ, জায়েদ খানসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি ঘটনায় তাদের আসামি করা হয়। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) ঢাকার সিএমএম আদালত থেকে একটি মামলা এফআইআর করার জন্য থানায় পাঠানো হয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের বিভিন্ন এমপি-মন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং বেশ কয়েকজন অভিনেত্রীর নাম রয়েছে। আদালতের নির্দেশে মামলার এফআইআর গ্রহণের প্রক্রিয়া চলছে।’

মামলার আবেদনে বলা হয়, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় ২৮৩ জনের নাম উল্লেখসহ আরও কয়েকশ’ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা আন্দোলন দমনে সরাসরি জড়িত। এছাড়া, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে অর্থায়নের মাধ্যমে সহযোগিতার অভিযোগে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং সরকারপন্থি প্রচারণা চালাতে এসব শিল্পী অর্থ সহায়তা দিয়েছেন। তাদের সহযোগিতায় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে এবং তিনি সড়কে পড়ে অজ্ঞান হয়ে যান।

মামলার বিষয়ে তদন্তকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছিনতাই করতো তারা
১৯ দিন পর জামিনে কারামুক্ত মডেল মেঘনা আলম
মৌলভীবাজারে ডাকাতি: অস্ত্র-গুলি ও আট লাখ টাকাসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
সর্বাধিক পঠিত
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন