X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করলো বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৮:০৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:১৬

প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় বিজি-৩৫০১ ফ্লাইটযোগে পবিত্র ভূমির পথে ৪১৪ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে।

বিমানের জনসংযোগ কর্মকর্তা বুশরা ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র হজকে সামনে রেখে সম্মানিত হজযাত্রীদের পদধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে আশকোনা হজ ক্যাম্প। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন, সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আশকোনা  হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর পবিত্র হজ পালনের জন্য মোট ৮৭ হাজার ১০০ যাত্রী বাংলাদেশ ত্যাগ করবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫২০০ এবং বেসরকারি এজেন্টের মাধ্যেমে ৮১ হাজার ৯০০ জন হজ করবেন ।  মোট হজযাত্রীদের ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  ২৯ এপ্রিল থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত যাত্রীরা হজের উদ্দেশে সৌদি আরবে যাবেন। ১০ জুন থেকে ১০ জুলাইয়ে ২০২৫ পর্যন্ত সময়ে হাজিরা দেশে ফেরত আসবেন। বাংলাদেশ থেকে মোট ১১৮টি ফ্লাইট হজের উদ্দেশে গমন করবে। এর মধ্যে জেদ্দার উদ্দেশে ৯৪টি এবং মদিনার উদ্দেশ্যে ২৪টি, সরকারিভাবে ১৩টি এবং বেসরকারিভাবে মোট ১০৫টি ফ্লাইট পরিচালিত হবে।  এসব ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ৭৬টি, চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশে ১৪টি, এবং সিলেট থেকে জেদ্দার উদ্দেশে ৪টিসহ মোট ৯৪টি ফ্লাইট; ঢাকা থেকে মদিনার উদ্দেশে ২০টি, চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে ৩টি এবং সিলেট থেকে মদিনার উদ্দেশে ১টিসহ মোট ২৪টি ফ্লাইট পরিচালিত হবে। সরকারি ১৩টি ফ্লাইটের ৮টি মদিনার উদ্দেশে এবং ৫টি জেদ্দার উদ্দেশে গমন করবে। হাজিরা মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরে আসবেন।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
নতুন অধ্যায়ের সূচনা: সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু
সময়ের আলো গোলটেবিল বৈঠকপ্রশিক্ষণে অনীহার কারণে সঠিকভাবে হজ পালিত হয় না
হজ ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি নিয়েছে বিমান, থাকছেন ১ হাজার কর্মী
সর্বশেষ খবর
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
প্রাগে পুরস্কৃত বাংলাদেশের ‘নট আ ফিকশন’
মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ
মেয়র পদ নিয়ে ইশরাকের মামলায় ইসির ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ
প্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানপ্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
সর্বাধিক পঠিত
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন