রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় নিজ বাসা থেকে হুমায়ুন কবির (৪৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারবাগ পুলিশ লাইনের পরিবহন সেক্টরে কর্মরত ছিলেন।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ দয়াগঞ্জের একটি ভবনের তৃতীয় তলায় হুমায়ুন কবিরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি বাসার ভেতরে সোফার ওপর পড়ে ছিল। আইনি প্রক্রিয়া শেষে বিকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিদর্শক আরও জানান, মৃতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্যকোনও কারণ, তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি মৃত সিরাজ হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর দয়াগঞ্জে একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় পরিবারসহ বসবাস করতেন।