X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায়: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৮:২৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:২৩

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তিনি বলেন, ‘আমরাও চাই পুলিশ সংস্কার বাস্তবায়ন হোক। পুলিশ একটি স্বতন্ত্র কমিশনের মাধ্যমে পরিচালিত হোক। অনেকেই বলছেন, এই সরকারের সময় বাস্তবায়ন না হলে, আর কখনও হবে না।’

সোমবার (২৮ এপ্রিল) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আমরা আশাবাদী। পুলিশ বাহিনীকে সরাসরি নির্বাহী বিভাগের অধীনে না রেখে একটি স্বাধীন কমিশনের মাধ্যমে পরিচালনার প্রস্তাবসহ কয়েকটি বিষয়ে মতামত দেওয়া হয়। এসব সুপারিশ বাস্তবায়ন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। আমরা চাচ্ছি, পুলিশ যেন কোনও অন্যায় চাপের মুখে না পড়ে।’

মিথ্যা মামলা ও তদন্ত নিয়ে আইজিপির বক্তব্য

একটি চক্র মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎ করছে– এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আইনের বাধ্যবাধকতার কারণে যে কেউ লিখিত অভিযোগ নিয়ে এলে তা মামলা হিসেবে গ্রহণ করতে হয়। পরে তদন্তে সত্য-মিথ্যা যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।’

তিনি আরও জানান, ৫ আগস্টের পর অনেক মামলায় প্রকৃত অপরাধীদের পাশাপাশি নিরীহ ব্যক্তিদের নাম দেওয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এখন নির্দোষ কাউকে হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে না। মিথ্যা মামলার বাদীদের বিরুদ্ধেও তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

যানবাহন সংকট ও পদক প্রসঙ্গ

পুলিশ বাহিনীর যানবাহন সংকট প্রসঙ্গে আইজিপি বলেন, ‘৫ আগস্টের ঘটনায় আমাদের প্রায় ৫০০ গাড়ি পুড়ে গেছে। এখনও নতুন গাড়ি হাতে আসেনি। ২০০ পিকআপ কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।’

এবার ৬২ জন পুলিশ সদস্য সাহসিকতা ও সেবার জন্য পদক পাচ্ছেন বলে জানান আইজিপি। উল্লেখযোগ্যভাবে, ছিনতাইকারীকে দমন করতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়া পুলিশ সদস্য এবং ৬ আগস্ট রাজারবাগ পুলিশ লাইনে উত্থাপিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা কর্মকর্তারা এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

পুলিশ বাহিনীর সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা

আইজিপি বলেন, ‘৫ আগস্টের পরে পুলিশের মনোবল এবং কাঠামো ভেঙে পড়ে। সেখান থেকে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি। জনগণের আস্থা অর্জন এবং পুলিশকে সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘কঠোর পুলিশ থেকে সেবাদানকারী পুলিশে রূপান্তর করা কঠিন কাজ। তবে আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদ প্রসঙ্গ

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘একটি শ্রেণি বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে আমরা তা সফলভাবে মোকাবিলা করছি।’

দেশে জঙ্গিবাদ আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘দেশে জঙ্গি নেই, এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবে আমরা সজাগ আছি এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আমাদের আছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
অন্যায় আবদার না করার আহ্বান আইজিপির
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
সর্বশেষ খবর
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু