X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

এনটিআরসিএ’র মাধ্যমে অধিদফতরে শূন্য পদে বদলির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

এনটিআরসিএ’র মাধ্যমে অধিদফতর নির্বিশেষে শূন্য পদে বদলি কার্যকর করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা ২০২৪ প্রকাশিত হয়েছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বদলি নীতিমালার মাধ্যমে জেনেছি— স্ব স্ব অধিদফতর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শেষ করেছে। কিন্তু আমাদের প্রথম থেকেই দাবি ছিল অধিদফতর নির্বিশেষে শূন্যপদে বদলি চালু করা। স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি অধিদফতরের সাধারণ শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য (ইনডেক্স) বদলি সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন করে সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে ইনডেক্সধারী শিক্ষকদের সমপদ বা সমস্কেলে শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনও অধিদফতরের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ দেওয়া জরুরি। 

এসময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো—

১। এনটিআরসিএ’র মাধ্যমে অধিদফতর নির্বিশেষে শূন্য পদে বদলি কার্যকর করা।

২। বদলির ক্ষেত্রে স্কুল, কলেজ থেকে মাদ্রসায় বা কারিগরিতে এবং মাদ্রসায় ও কারিগরি থেকে স্কুল, কলেজে সমপদ বা সমস্কেলে একই সফটওয়্যারের মাধ্যমে বদলি চালু করা এবং মাদ্রাসা বা কারিগরি থেকে মাউশি অধিদফতর এবং মাউশি অধিদফতর থেকে মাদ্রাসা বা কারিগরিতে সাধারণ শিক্ষকদের সমপদ বা সমস্কেলে ইনডেক্স ট্রান্সফারিংয়ের ব্যবস্থা করা।

৩। শূন্যপদে বদলি ‘শূন্যপদের বদলি নীতিমালা-২০২৪’র ৩ দশমিক ১৬ ধারা সংশোধন করে ৪০ শতাংশ রাখ।  

৪। স্কুল-কলেজের তুলনায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই নগণ্য। একজন স্কুল-কলেজের নিয়োগপ্রাপ্ত শিক্ষক তার বাড়ির কাছাকাছি মাদ্রাসায় সমপদ শূন্য থাকলেও অধিদফতর আলাদা হওয়ায় বদলি হতে পারবে না। অনুরূপভাবে মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত একজন জেনারেল শিক্ষক বাড়ির কাছাকাছি স্কুল-কলেজে সমপদ শূন্য থাকা সাপেক্ষেও বদলি হতে পারবে না। এ জন্যই মাদ্রাসা ও কারিগরির জেনারেল শিক্ষকদের স্কুল-কলেজে বদলি করা যেতে পারে। 

৫। বদলির ক্ষেত্রে কোনও কোটা অনুসরণ না করে সর্বপ্রথম দূরত্ব, মেধা ও সিনিয়ারিটি অনুসরণ করা। 

৬। বদলির ক্ষেত্রে আবেদন ফি ১ হাজার টাকা বা তার চেয়ে বেশি করা যেতে পারে। তাহলে বদলির ক্ষেত্রে সরকারের কোনও ব্যয় হবে না, বরং সরকারের রাজাস্ব আয় বৃদ্ধি পাবে।

এসময় মানবন্ধনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাকিবুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. শরিফুল, মো. আজাদ, প্রভাষক হুসাইন আলী, মো. আজিজুল হক প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের
কাগজ আমদানিতে ৫ শতাংশ কর কমানোর দাবি
আল্টিমেটাম, হাতাহাতিতে শেষ হলো ভোলাবাসীর দাবি আদায়ের সমাবেশ
সর্বশেষ খবর
'আর্চারি একটি পরিবার, সবাই মিলে কাজ করবো'
'আর্চারি একটি পরিবার, সবাই মিলে কাজ করবো'
যশোরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
যশোরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার
ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ