X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

চীনের অর্থায়নে বরিশালে বিশেষায়িত হাসপাতালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৮

চীন অর্থায়নে বাংলাদেশে যে তিনটি বিশেষায়িত হাসপাতাল হবে তার একটি বরিশাল বিভাগে নির্মাণের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। একইসঙ্গে তারা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের মহাসড়ককে ছয় লেন করার দাবিও জানান।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এ সময় সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। সেগুলো হলো– ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন করতে হবে; বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের সব জেলায় সরবরাহ করতে হবে; পটুয়াখালীর বগা নদীতে সেতু স্থাপন করতে হবে; বাবুগঞ্জ থেকে মুলাদী (ময়দানের হাটে) সেতু নির্মাণ করতে হবে; পাথরঘাটা থেকে বরগুনা সদর (কাকচিড়ায়) সেতু নির্মাণ করতে হবে; দক্ষিণাঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ইপিজেড নির্মাণ করতে হবে; কুয়াকাটাকে আর্ন্তজাতিকমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে; ভ্যাট কমিশনারেট অফিস বরিশালে স্থাপন করতে হবে; পূর্ণাঙ্গ আয়কর আপিল আদালত বরিশালে স্থাপন করতে হবে; বিস্ফোরক অধিদফতরের পূর্ণাঙ্গ বিভাগীয় অফিস বরিশালে স্থাপন করতে হবে; ওষুধ প্রশাসন অধিদফতরের পূর্ণাঙ্গ বিভাগীয় কার্যালয় বরিশালে স্থাপন করতে হবে; আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের বিভাগীয় অফিস বরিশালে স্থাপন করতে হবে।

এছাড়াও বাংলার শষ্যভান্ডার হিসেবে বিখ্যাত দক্ষিণাঞ্চলের পতিত-জমিতে কৃষকরা প্রতি বছর যেন তিনটি করে ফসল চাষ করতে পারেন, সেই লক্ষ্যে আধুনিক সেচব্যবস্থা নিশ্চিত করতে হবে। কৃষকদের ৫০ হাজার টাকা থেকে ৫০ লাখ টাকা পাঁচ শতাংশ সুদে কৃষি ঋণ দিতে হবে; বরগুনার কাকচিড়ার বড়ই-তলা নামক স্থানে নদী পারাপারের জন্য রো-রো ফেরির ব্যবস্থা করতে হবে এবং আমতলী-বরগুনা সেতু নির্মাণ করতে হবে।

দ্য-বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বরিশালের সভাপতি মো. এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সংবাদ সম্মেলেন ছিলেন– মেহেন্দীগঞ্জের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, চেম্বার অব কমার্স বরিশালের পরিচালক হাফিজুর রহমান হীরা, চেম্বার অব কমার্স পটুয়াখালীর পরিচালক দেওয়ান আব্দুর রহমান নিলু প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের
মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী: মহিলা পরিষদ
‘হত্যা না করে হাত-পা কেটে ফেললেও ছেলের মুখে বাবা ডাক শুনতে পারতাম’
সর্বশেষ খবর
‘দেশে ৫ লাখ শিশু টিকার পূর্ণ-ডোজ সময়মতো পায় না’
‘দেশে ৫ লাখ শিশু টিকার পূর্ণ-ডোজ সময়মতো পায় না’
পাঠাগার থেকে লুট হওয়া সেই ৪০০ বই ফেরত পেলো কর্তৃপক্ষ
পাঠাগার থেকে লুট হওয়া সেই ৪০০ বই ফেরত পেলো কর্তৃপক্ষ
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা