শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদা পদত্যাগ করেছেন। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের আরও ১০ সিনিয়র শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করেন।
তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কেবল উপাচার্য ও সিএসই বিভাগের প্রধানের অপসারণ চেয়েছিলেন, বাকি শিক্ষকদের পদত্যাগ তারা মেনে নেবেন না।
এ নিয়ে গতকাল ২৬ এপ্রিল দিবাগত রাত আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের অবস্থানের কারণে অবরুদ্ধ থাকেন। পরে পদত্যাগ করা বাকি ১০ শিক্ষক তাদের পদত্যাগপত্র প্রত্যাহারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ২২২তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ রিমেল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'পদত্যাগ করা শিক্ষকরা জানিয়েছেন, তারা ভিসি স্যারের সম্মানার্থে একযোগে পদত্যাগ করেছিলেন। কিন্তু আমরা তাদের বলেছি, আমরা আপনাদের পদত্যাগ করতে বলিনি। সেই পরিপ্রেক্ষিতে আমরা রাতে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিই, তবে কোনও শিক্ষককে অবরুদ্ধ করার ঘটনা ঘটেনি। রাত আড়াইটা পর্যন্ত আলোচনার পর শিক্ষকরা মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন যে, তারা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করবেন এবং আমাদের পাশে থাকবেন।’
তৌহিদ রিমেল আরও জানান, ১০ শিক্ষক ছাড়া উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া এবং সিএসই বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদার পদত্যাগের ব্যাপারে শিক্ষার্থীরা আগের দাবিতে অনড় রয়েছেন।
এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন উপাচার্য।
উপাচার্য ছাড়াও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং ইমেরিটাস অধ্যাপক এম রিজওয়ান খান, অর্থনীতি বিভাগের প্রধান মো. ওমর ফারুক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারওয়ার, আইরিকের পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন, ইইই বিভাগের প্রধান মো. কে. মাশুকুর রহমান, ফার্মেসি বিভাগের প্রধান তাহমিনা ফয়েজ, সিডিআইপির পরিচালক সুমন আহমেদ, ডেটা সায়েন্স প্রোগ্রামের পরিচালক জান্নাতুন নূর, বিজিই প্রোগ্রামের পরিচালক রফিকুল ইসলাম ও আইএনএসের পরিচালক অধ্যাপক আবু সাকলায়েন।