ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপন করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ। রবিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলন এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মনজুর বলেন, যেসব কৃষি পণ্য সংরক্ষণ করা যায় সেগুলোর দাম নির্ধারণ করতে হবে। এসব পণ্যের মৌসুমে একটা দাম হবে এবং সংরক্ষণ করার পর যখন আবার বাজারে আসবে তখনও দাম নির্ধারণ থাকবে। এতে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে আর পুঁজি হারাবেন না। এছাড়া ফরমালিন মুক্ত কৃষি চাষবাসের চেষ্টা করছেন বলেও জানান তিনি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুলতান হোসেন বলেন, দেশে সব কিছুর বাজার থাকলেও কৃষি পণ্যের নির্দিষ্ট বাজার নেই। ফলে নানাভাবে কৃষকরা পণ্য ক্রয়-বিক্রয়ে বঞ্চিত হয়। তাই কৃষকদের জন্য বাজার চাই, যেখানে কৃষকরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবে। কোনও ধরনের মধ্যস্বত্বভোগী থাকবে না। এতে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং লাভবান হবেন। এছাড়া কৃষি কাজ করতে গিয়ে আহত ও প্রাকৃতিক দুর্যোগে নিহত কৃষকদের ভাতা প্রদানের দাবি জানান তিনি।
বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের দাবিগুলো—
আলু, পেয়াঁজ কমিশন গঠন, উপজেলা ভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার ও রফতানি কেন্দ্র স্বাদন করা; ঢাকাসহ সারাদেশে কৃষকের বাজার স্থাপন করা; কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজ করা ও সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা; সিন্ডিকেট মুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা; কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, টোলপ্রথা বাতিল করা ও কৃষিপণ্য পরিবহনে রেলবগি বরাদ্দ করা; কৃষকদের জন্য খাস ও পতিত জমি বরাদ্দ করাসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা; সরকারিভাবে কৃষিবীমা চালু করা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা; সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫০ ভাগ হারে চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা (জাতীয় সংসদ, অন্যান্য জাতীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ে মাসিক সভায় অনুপাতিকহারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা); বীজ ও সার সিন্ডিকেট মুক্ত করে ডিলারদের ছয় মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা; এবং কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজ করা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কৃষি গবেষণা বিষয়ক সম্পাদক নুরে আলম, দফতর সম্পাদক আলম খান, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম প্রমুখ। এছাড়া সংগঠনের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।