X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকের বিষয়ে থানায় ফোন দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনকে শোকজ করেছে ছাত্রদল মহানগর উত্তর। কিন্তু প্রকৃত ঘটনা এমন নয় এবং ভুল তথ্যে তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন রিপন হোসেন।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা রকিবুল ইসলামকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। রকিবুল নর্দার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। তাকে ছাড়িয়ে নিতে ওসির রুমে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপ অবস্থান নেন। তাকে না ছাড়লে রেলপথ অবরোধ করার হুমকি দেন তারা। খবর পেয়ে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি থানায় ফোন দিয়ে বলেন, আটক হওয়া ব্যক্তি যদি ছাত্রলীগের নেতা হয়ে থাকেন তাহলে কোনোভাবেই তাকে ছাড়া যাবে না।

রিপন হোসেন জানান, মূলত ছাত্রলীগ নেতাকে ছাড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে কয়েকজন থানায় গিয়ে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিতে বলেন। এ ঘটনায় থানায় উত্তেজনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে রিপন ওসিকে ফোন দিয়ে বলেন, আটককৃত ছাত্র যদি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না। কিন্তু তার ফোন দেওয়ার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। বলা হয়, ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার ফোন করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিমা আক্তার বলেন, ‘ছাত্রদল সভাপতি রিপন আটক ছাত্রলীগ নেতাকে ছাড়তে বলেননি। কয়েকজন ছাত্র অনুরোধ করেছিল।’

এ বিষয়ে বিমানবন্দর ছাত্রদল সভাপতি রিপন বলেন, ‘ছাত্রলীগের নেতাকে না ছাড়ার জন্য ফোন দিয়েছি, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। ভুল তথ্যে আমাকে শোকজ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চলতি বছর ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
ভিওআইপি চক্রের মূলহোতা গ্রেফতার, দেড় হাজার সিম ও সরঞ্জাম উদ্ধার
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক