ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. এজাজ জানিয়েছেন, চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে।
শুক্রবার (২৫ এপ্রিল) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’য় চিত্রশিল্পী মো. আবু সেলিমের একক চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ডিএনসিসির রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও পাবলিক স্পেসে বৃক্ষরোপণ চলছে। কমিউনিটি ও পরিবেশবান্ধব সংগঠনগুলোকেও এতে সম্পৃক্ত করা হবে।
পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরবাসীর অসচেতনতায় রাস্তাঘাট, পার্ক, খাল ও ড্রেনজুড়ে ময়লা জমছে। কেউ কেউ রান্নাঘরের জানালা দিয়েও ময়লা ফেলছেন, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।’ এসময় ডিএনসিসি প্রশাসক ময়লা যথাস্থানে ফেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস হচ্ছে। বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান খাল ও বন দখল করছে। এমন প্রকল্প নেওয়া যাবে না, যা প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে।’
অনুষ্ঠান শেষে ডিএনসিসি প্রশাসক প্রদর্শনী উদ্বোধন করেন এবং অন্যান্য অতিথিদের সঙ্গে ঘুরে দেখেন।