রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছে মোটরসাইকেল চালকদের সংগঠন ‘মটো ক্লাব-৯৮’।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। তারা বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার স্বেচ্ছাচারিতা দিন দিন বাড়ছে। এটি শুধু যানজটই নয়, দুর্ঘটনার কারণও হয়ে উঠছে।
সংগঠনের সদস্য মো. রাসেল বলেন, আমরা কারও বিরুদ্ধে নই, কিন্তু প্রধান সড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে। প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনতে হবে এই চালকদের।
অবস্থান কর্মসূচিতে চার দফা দাবি জানানো হয়। এগুলো হলো– প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিষিদ্ধ করতে হবে; প্রতিবন্ধী ও বয়স্কদের পরিবহনের জন্য আলাদা লেন নির্ধারণ করতে হবে; যত্রতত্র ব্রেক ও উল্টো পথে চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ব্যাটারিচালিত রিকশাচালকদের ট্রাফিক আইনের আওতায় আনতে হবে।
সম্প্রতি বনানীতে এক মোটরসাইকেল চালকের ওপর ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে বলেও জানায় সংগঠনটি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন– মটো ক্লাব-৯৮ এর সদস্য মুশফিকুর রহিম, জাহাঙ্গীর সাগর, রাজিব হাসান শিবলু ও জলিল হোসেন উজ্জ্বল প্রমুখ।