ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) সাইফুল ইসলাম টুকুন (৪০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তিনি মারা যান।
এর আগে এদিন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে ৮টার দিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মিলন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত সাইফুল ইসলাম টুকুনের গ্রামের বাড়ি জামালপুর (সদর) ডীয়াতলা গ্রামে। তার বাবার নাম আফছার আলী।