রাজধানীর মিরপুর পল্লবীর একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মিরপুর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হন আশিক।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতার আশিক পল্লবী এলাকায় একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান। এই কিশোর গ্যাং সদস্যরা চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতার আশিকের বিরুদ্ধে ছিনতাই-মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং। মিরপুরের পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে।
এদিকে যৌথ বাহিনীর অভিযানে ছাদ থেকে লাফ দিয়ে পালানোর সময় চারতলা থেকে নিচে পড়ে আশিকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।