আজ শুক্রবার (২৫ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বার কাউন্সিলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে এবং এই বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যাক্তিকে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একইসঙ্গে পরীক্ষাকে কেন্দ্র করে মিথ্যা/বানোয়াট/ভুয়া প্রশ্নপত্রের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বার কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভুয়া প্রশ্নপত্র প্রস্তুত ও প্রচারের মাধ্যমে এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ঘৃণ্য কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মর্মে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে। সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলো।