বৈশাখী উৎসবে মেতেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা আইনজীবী সমিতির আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিচারক, কয়েকশো আইনজীবী ও কোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার জেলা জজ ও জজ হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঞা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম ও সদস্য সচিব নিহার হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক নূর জাহান বেগমের সঞ্চালনায় ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।