জনস্বার্থ বিবেচনায় হবিগঞ্জ মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ হবিগঞ্জ সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, নানান কারণ দেখিয়ে হবিগঞ্জ মেডিক্যাল কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা উঠছে। এতে জেলার সচেতন মহলসহ সর্বত্র ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে।
এ সময় তারা হবিগঞ্জ মেডিক্যাল কলেজের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করে কলেজটির স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, সাবেক অতিরিক্ত সচিব মো. শাজাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক জয়ন্ত সিংহ রায়, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রমুখ।