বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মো. বিল্লাল হোসেনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর দিলকুশাস্থ সমবায় ফেডারেশন ভবনে এ সভা হয়।
মো. বিল্লাল হোসেন আকুবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পিতা।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও পল্লী উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য এইচ এম হাসান আল মামুন (লিমন)। এছাড়া সহ-সভাপতি নাফিজ উদ্দিন চৌধুরী, পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের নির্বাহী সচিব খোন্দকার সাইদুর রহমান।