রাজধানীর ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৩ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৬১৮ জন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয় এবং এটি চলমান থাকবে।
অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি সিলভার রঙের বিদেশি পিস্তল, দুটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় এলজি, চারটি দেশীয় পাইপগান, দুটি ওয়ান শুটারগান, দুটি চাইনিজ কুড়াল, পাঁচটি কিরিচ, চারটি রামদা, তিনটি চাকু, দুটি ছোরা ও একটি ড্যাগার। এছাড়া চায়না রাইফেলের ছয়টি কার্তুজ, নয়টি এমএম পিস্তলের একটি কার্তুজ, শটগানের সাতটি সিসার কার্তুজ, একটি লুণ্ঠিত এসএমজি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১ হাজার ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।