X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৭:১৭আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭:১৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি)’ আওতায় নিরাপদ পথচারী পারাপারের জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৮ মে পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু

পাইলট প্রকল্পের আওতায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে প্রতিদিন (ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে।

পিক আওয়ারে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএনসিসি যথাযথভাবে রাস্তা চিহ্নিত করে ওই ক্রসিংটি প্রশস্ত করেছে। এ সময় একটি পোর্টেবল ট্র্যাফিক লাইটও স্থাপন করা হয়েছে, যেখানে পথচারীরা পুশ বোতাম চাপ দিয়ে রাস্তা পারাপারের জন্য সিগন্যাল পাবেন। পথচারীদের সহায়তায় এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে ডিএমপির ট্রাফিক পুলিশ সেখানে মোতায়েন থাকবে।

এই এলাকাটি বাছাই করা হয়েছে কারণ আশেপাশে স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনিরাপদ পারাপার, অপর্যাপ্ত পারাপারের স্থান, অবৈধ পার্কিং ও জেব্রা ক্রসিংয়ে অননুমোদিত বাস থামানোর মতো একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ চিহ্নিত হয়েছে।

যানবাহন চালকদের প্রতি নির্দেশনা

ট্রাফিক সিগনাল ও লাইট মেনে চলতে হবে। ট্রাফিক লাইট হলুদ বা লাল হলে স্টপ লাইনের আগে থামতে হবে। জেব্রা ক্রসিংয়ের ওপর কোনোভাবেই যানবাহন থামানো যাবে না।

পথচারীদের প্রতি নির্দেশনা

রাস্তা পার হওয়ার আগে ফুটপাতে অপেক্ষা করতে হবে। ট্রাফিক লাইট সবুজ হলে জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হতে ফুটপাথের ট্রাফিক লাইট পোলের পুশ সুইচে চাপ দিতে হবে এবং সবুজ সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে।

পথচারীদের মতামত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পাইলট প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। ভবিষ্যতে ঢাকা শহরে ট্রাফিক নিরাপত্তা উদ্যোগ আরও উন্নত করতে এই প্রকল্পের অভিজ্ঞতা ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ডিআরএসপি প্রকল্পটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য ঢাকা শহরে ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং ডিএমপির সক্ষমতা বৃদ্ধি করা। এ প্রকল্পে ডিএমপি ঢাকার সিটি করপোরেশনগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

/এবি/আরকে/
সম্পর্কিত
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
৩০ মে’র পর নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি নয়: ডিএনসিসি প্রশাসক
উত্তরা-আগারগাঁওয়ে ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির
সর্বশেষ খবর
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যাটারির ক্ষোভ প্যাডেলে, মার খেলেন বাইকারা
ব্যাটারির ক্ষোভ প্যাডেলে, মার খেলেন বাইকারা
যেভাবে নতুন পোপ নির্বাচন করে ভ্যাটিকান
যেভাবে নতুন পোপ নির্বাচন করে ভ্যাটিকান
আপসনামা নিয়ে দুই পক্ষের দুই মত, উত্তপ্ত আদালত প্রাঙ্গণ
আপসনামা নিয়ে দুই পক্ষের দুই মত, উত্তপ্ত আদালত প্রাঙ্গণ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’