X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৫, ০২:০৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৫

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি স্কলারশিপ ন্যাশনাল প্রেস ফটোগ্রাফার্স ফাউন্ডেশন (এনপিপিএফ) এর ‘কিট সি কিং’ বিজয়ী হয়েছেন বাংলাদেশের মো. জোবায়ের হোসেন জ্যোতি।

২০২৫ সালের জন্য মোট ১৪ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়েছেন। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ডিরেক্টর ড. জেমস ডি. কেলিএনপিপিএফ বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে এই স্কলারশিপ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র মো. জোবায়ের হোসেন জ্যোতি জ্যোতি বর্তমানে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের নিউহাউজ স্কুল অব পাবলিক কমিউনিউকেশনে ফটো সাংবাদিকতার ওপর স্নাতকোত্তর করছেন।

এই সম্মানজনক স্কলারশিপের অংশ হিসেবে তিনি ২ হাজার ডলার অর্থ পুরস্কারসহ সনি থেকে একটি নতুন ক্যামেরা, সারামোনিক থেকে একটি পেশাদার লাইট সেটআপ ও মাইক্রোফোন এবং থিংকট্যাঙ্ক থেকে একটি ক্যামেরা ব্যাগ পাবেন।

এই স্কলারশিপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানে নথিভুক্ত ফটোগ্রাফি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ ছাত্র স্কলারশিপ হিসেবে বিবেচিত।

জোবায়ের হোসেন জ্যোতি যে স্কলারশিপটি পেয়েছেন তার নামকরণ করা হয়েছে কিট সি কিং-এর নামে। যিনি ছিলেন দ্যস্পোকসম্যান-রিভিউ এবং ক্রনিকেলের প্রধান ফটোগ্রাফার। তিনি একজন দয়ালু ফটোগ্রাফার ছিলেন, নিজের কভার করা মানুষদের নিয়ে ছিলেন বিশেষ যত্নবান। তার ট্রেডমার্ক ছিল বাস্তব ডকুমেন্টারি ফটো সাংবাদিকতা।

এনপিপিএফ স্কলারশিপগুলো সেসব বিশিষ্ট ফটোসাংবাদিক এবং ফটো সম্পাদকদের সম্মানিত করে, যারা তাদের পেশায় গর্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জোবায়ের হোসেন জ্যোতি ছাড়াও এই পুরস্কার পাওয়া অন্যরা হলেন- মন্টানা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র জন স্টেম্বার (ববব্যাক্সটার স্কলারশিপ); ওহাইও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র মিল্টনলিন্ডসে (রিড ব্ল্যাকবার্ন স্কলারশিপ); ওহাইও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র মাইকেল ব্ল্যাকশায়ার (জেমস ব্রাউন/ফ্র্যাঙ্ক ফলওয়েল স্টোরি টেলিং স্কলারশিপ); ওহাইও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রী আয়িয়ানা অ্যান্ড্রেলা (রিচ ক্লার্কসন ফাউন্ডার্স স্কলারশিপ); ওয়েস্টার্ন কেন্টাকি বিশ্ববিদ্যালয়েরস্নাতক ছাত্র ডোমিনিক ডি পালেরমো (বব ইস্ট স্কলারশিপ); কেন্টাকিবিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রী অ্যাবিগেল কাটরার (লিয়েন এনকেলিসস্কলারশিপ); ওয়েস্টার্ন কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র ভন স্মিথ (মেরি লু ফয় স্টিল অ্যান্ড মাল্টিমিডিয়া স্কলারশিপ); জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র জর্ডান টোভিন (সি. টমাস এবং মেরি সি. হার্ডিন স্কলারশিপ); ওহাইও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র এইচজিবিগস (জ্যান কোরম্যান স্কলারশিপ); ওহাইও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্রী লোরিয়েন পেরেরা (পল মার্টিন লেস্টার স্কলারশিপ); জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র সেজ রাসেল (জিমি লটস্কলারশিপ); ওহাইও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র বেন পেনিংটন (সোনি'রফটোজার্নালিজম স্কলারশিপ); এবং ইথাকা কলেজের স্নাতক ছাত্র গ্র্যান্টজনসন (এনপিপিএফ টিভি স্কলারশিপ)।

এনপিপিএফ স্কলারশিপ উঠতি ফটো সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে, যা তাদের শিক্ষাগত লক্ষ্য অর্জনের পথ সুগম করে। এর মাধ্যমে ন্যাশনাল প্রেস ফটোগ্রাফার্স ফাউন্ডেশন ভবিষ্যতের প্রজন্মের ফটো সাংবাদিকদের সমর্থন করার পাশাপাশি সেসব ব্যক্তিদের স্মরণ করে যারা দৃশ্যমান সাংবাদিকতায় অসামান্য অবদান রেখেছেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী হামলায় নিহত ৭৪: হুথিদের দাবি
সর্বশেষ খবর
আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার
আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার
ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’
তরমুজের সাদা অংশ খেতে পারেন এই ৮ উপায়ে
তরমুজের সাদা অংশ খেতে পারেন এই ৮ উপায়ে
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে