X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ফু ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার ২ মেয়ের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ২১:৫১আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২১:৫১

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু ওয়াং ফুডসের ৭০ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকার হিসাবে গড়মিলের অভিযোগ এনে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা আরিফ আহমেদ চৌধুরী, তার দুই মেয়ের নামে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। জাপানি বিনিয়োগকারী ও ফু ওয়াং ফুডসের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন আদালতে মামলাটি দায়ের করেন। গত ১৬ এপ্রিল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে মিসকেসটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসে জাপান-বাংলাদেশ জয়েন ভেঞ্চার প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ বিএসইসি’র মধ্যস্থতায় একটি পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে ফু ওয়াং ফুডসের ৮৪ লাখ লাখ ৪২ হাজার ৭২৬ স্পন্সর শেয়ার আরিফ আহমেদ চৌধুরী, তার দুই মেয়ের কাছ থেকে ক্রয় করেন। এরপর মিনোরি বাংলাদেশ এর পক্ষে ফু ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদে তিন জন নমিনেডেট পরিচালক নিয়োগ করা হয়।

শেয়ার কেনার চুক্তির ৪-এর ধারা-২ অনুযায়ী সাবেক এই তিন পরিচালক ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে প্রতিষ্ঠানটির দায়দেনার হিসাব ও তা পরিশোধ করার কথা বলা হয়েছে। আর ৪ এর ৩ ধারা অনুযায়ী, এ দায়দেনা কোনোভাবেই মিনোরি বাংলাদেশের ওপর বর্তাবে না। অথচ দুই বছর অতিক্রান্ত হলেও তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও তার দুই মেয়ে চুক্তির শর্ত পরিপালন করেননি।

এই বিষয়ে ব্যাখ্যা জানতে চলতি বছরের ৯ জানুয়ারি একটি আইনি নোটিশও পাঠানো হয় আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই মেয়ের নামে। সেই নোটিশের কোনও আইনি জবাব দেননি তারা। এরপর ১৬ এপ্রিল আদালতে মিসকেস দায়ের করা হয়। কেস নং ১৬৩/ ২০২৫।

মামলায় এজাহারে মিনোরির পক্ষে বলা হয়, শেয়ার বিক্রির চুক্তি অনুযায়ী আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই মেয়ে ফু ওয়াং ফুডস কোম্পানির ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের হিসাব গোপন করেছেন এবং শর্ত অনুযায়ী সব পক্ষকে এর হিসাব দেননি।

আদালতে দায়ের করা মামলার বিষয়ে মিনোরি বাংলাদেশের আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আরিফ আহমেদ চৌধুরী তার সময়কার ফু ওয়াং ফুডসের প্রায় ৭০ কোটি টাকার ভ্যাট ট্যাক্স তথ্য গোপন করেছেন। বিভিন্ন মাধ্যমে কী পরিমাণ অর্থ খরচ করেছেন, শেয়ার বিক্রির পর সেটারও যথাযথ হিসাব সব পক্ষকে বুঝিয়ে দেননি। তাই ভ্যাট ট্যাক্স ফাঁকিসহ  বিশাল অঙ্কের টাকার হিসাব সঠিকভাবে প্রদানের জন্য এই মিসকেসের দায়ের  করা হয়েছে। তারা যদি আদালতের নির্দেশ অমান্য করেন, যদি আদালতে সঠিক হিসাব না দেন— তাহলে পরবর্তীকালে ফৌজদারি মামলাসহ আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় জানতে চাইলে  ফু ওয়াং ফুডসের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন বলেন, শেয়ার কেনার চুক্তি অনুযায়ী আরিফ আহমেদ চৌধুরী কোম্পানির ৭০ কোটি টাকার হিসাব আমাদের কাছে গোপন করেছে। এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে কোথায় খরচ করেছেন, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনও জবাব দেননি। তাই বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। এত বিপুল পরিমাণ অর্থ গড়মিল থাকার কারণে বর্তমানে কোম্পানির উৎপাদন চালাতেও ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে।

জানা গেছে, আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই মেয়ে বর্তমানে কানাডায় অবস্থান করছেন। আরিফ আহমেদ চৌধুরী ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন। তার মোবাইল ফোনে এ বিষয়ে জানতে বারবার কল করা হলেও তিনি কোনও জবাব দেননি।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: যুবক গ্রেফতার
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, আসামি পলাতক
সর্বশেষ খবর
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
নীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার 
নীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার 
চট্টগ্রামে নগরীর নালায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রামে নগরীর নালায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে