X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কাঠগড়ায় ফারজানা রুপার মাথায় হাত বুলালেন সাবেক মন্ত্রী কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৭:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৭:১৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে বুধবার (১৬ এপ্রিল) আদালতে আনা হয়। এদিন কাঠগড়ায় তার মাথায় হাত বুলিয়ে দেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে। এদিন সকাল ৯টায় তাদের আদালতের হাজখানায় রাখা হয়। এরপর সকাল ৯টা ৪০ মিনিটে রুপার মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ও পেছনে হাত কড়া লাগানো হয়।  ৯টা ৫০ মিনিটে অন্য আসামিদের সঙ্গে সারিবদ্ধভাবে তাকে আদালতে ওঠানো হয়।  এদিন কাঠগড়ায় রুপার স্বামী শাকিল আহমেদের সঙ্গে তার দেখা হয়। কাঠগড়ায় উঠেই স্বামীর সঙ্গে কথা বলেন তিনি। সকাল ১০টায় আদালতে ওঠেন বিচারক। এসময় বিচারক বলেন, কোর্ট শুরু হয়েছে। আপনারা চুপ করেন। এখন থেকে আমার অনুমতি ছাড়া কেউ কোনও কথা বলতে পারবেন না। কারও কথা বলার প্রয়োজন হলে অনুমতি নেবেন। এরপর কথা বলার জন্য তারা অন্য আসামিদের পেছনে যান। সেসময়

শুনানির দিকে মনোযোগ না দিয়ে কাঠগড়ার এক পাশে কথা বলতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভেতর ঢোকেন একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু। বাবুও বেশ কয়েক মিনিট ধরে রুপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরেই রুপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে। কামরুল রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। কিছুক্ষণ তারাও কথা বলেন।

এদিন শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেফতার দেখান আদালত। এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়। পরে শুনানি শেষে তাদেরকে হাজতখানা হয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গতবছরের ২১ আগস্ট ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: যুবক গ্রেফতার
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, আসামি পলাতক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা