X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সাংবাদিক নুরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকিতে ডিআরইউ-ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ২০:২২আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:১৫

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) স্থায়ী সদস্য নুরুজ্জামান লাবুকে সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ এবং  ক্র্যাব।

ঘটনার পর সাংবাদিক লাবু রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৯০৪।

নুরুজ্জামান লাবু জানান, একটি প্রতিবেদনের জেরে তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, ‘হুমকির বিষয়টি আমাকে ভীতসন্ত্রস্ত করেছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে। আমার আশঙ্কা, ওই ব্যক্তি বা তার সহযোগীরা আমার বা আমার পরিবারের ক্ষতি করতে পারে।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

ডিআরইউ’র দফতর সম্পাদক রফিক রাফির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

অপরদিকে একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘একজন সাংবাদিককে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া কেবল নিন্দনীয়ই নয়, তা সাংবাদিকতার স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর আঘাত।’

ক্র্যাবের দফতর সম্পাদক ওয়াসিম সিদ্দিকীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

উভয় সংগঠন হুমকিদাতাকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক জিডির সূত্র ধরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।


পৃথক আরেক বিবৃতিতে ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকবাল কবির টিপু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হুমকির বিষয়ে জেলা পুলিশের অসংগতিপূর্ণ বিবৃতি, সেই সাংবাদিককে ‘চায়ের দাওয়াত’
ডিআরইউতে দুর্বৃত্তদের হামলায় তিন কর্মচারী আহত, গ্রেফতার ২
নোয়াবের ৩ দিন ঈদের ছুটি ঘোষণায় ডিআরইউ’র প্রতিবাদ
সর্বশেষ খবর
রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা 
রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা 
মানিকগঞ্জ মেডিক্যালে ভুল গ্রুপের রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ মেডিক্যালে ভুল গ্রুপের রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে